বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: জল্পনাটা শুরু হয়েছে রবিবার থেকেই। সোমবার তা আরও পরিষ্কার হচ্ছে। তবে এখনও চূড়ান্ত কিছু জানা যায় নি। রবিবার বিভিন্ন সংবাদমাধ্যমে এই সংক্রান্ত একটি খবর প্রকাশিত হওয়ার পর এবিষয়ে জোরদার চর্চা শুরু হয়েছে সর্বত্র। শোনা যাচ্ছে, দলের নেতৃত্বে নাকি প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। শোনা যাচ্ছে, দিলীপ ঘোষের নেতৃত্বে নতুন দলের নাম হতে চলেছে, পশ্চিমবঙ্গ হিন্দুসেনা। দিলীপের সঙ্গে থাকবেন গেরুয়া শিবিরের বেশ কয়েকজন প্রাক্তন নেতা ও কর্মী। নতুন দল গঠন নিয়ে কলকাতা ও বিধাননগরে বেশ কয়েকটি গোপন বৈঠকও হয়েছে বলে একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। যদিও, এবিষয়ে দিলীপ ঘোষ সম্পূর্ণ নীরব। এখন আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে।
অনেকদিন ধরেই দিলীপ ঘোষ দলে কিছুটা কোনঠাসা। বিশেষ করে দিঘার জগন্নাথ মন্দিরে যাওয়ার পর থেকে দিলীপের সমালোচনা করেছেন অনেক বিজেপি নেতা। যার হাত ধরে বাংলায় বিজেপির উত্থান সেই দিলীপ ঘোষ কার্যত কোণাঠাসা হয়ে পড়েছেন। মোদি-শাহ বঙ্গসফরে এলেও সেখানে দেখা যাচ্ছে না দাবাং নেতাকে। তাতে যে অভিমানের পাহাড় জমছে তা বলাই বাহুল্য। যদিও আরএসএস নেতৃত্বের তরফে দিলীপকে নিজের মতো করে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে বলেই খবর। এসবের মাঝেই নতুন দলগঠনের খবর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এখন সময় আমাদের সব প্রশ্নের উত্তর দেবে।