বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: শিলিগুড়ির হিলকার্ট রোডে সোনার দোকানে ডাকাতি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। যদিও এই ঘটনায় দুজনকে আটক করল পুলিশ।
জানা গিয়েছে এ দিন ছয় থেকে সাত জন ক্রেতা সেজে ওই সোনার দোকানে ঢুকে। এরপর সোনার দোকানে থাকা স্টাফদের আগ্নেয়াস্ত দেখিয়ে সকলের হাত বেঁধে দোকানে থাকা সমস্ত সোনার জিনিসপত্র নিয়ে চম্পট দেয়। এরপরেই দোকানে থাকা নিরাপত্তা রক্ষী ও স্টাফরা কোনমতে খবর দেয় পুলিশকে। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের উচ্চ আধিকারিকরা। এরপরেই গোটা এলাকা অর্থাৎ শহর শিলিগুড়ি বাইরে যাওয়ার সমস্ত রাস্তায় বসানো হয় নাকা তল্লাশি। এরপরেই এই ঘটনায় দুজনকে আটক করে পুলিশ। অন্যদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং বিধায়ক শংকর ঘোষ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র গৌতম দেব বলেন পুলিশ দুইজনকে অ্যারেস্ট করেছে। এই বিষয় নিয়ে ইতিমধ্যে পুলিশ কমিশনারের সঙ্গে কথা হয়েছে। প্রত্যেককেই ধরা হবে কথা বলি তারপরে বলতে পারব। প্রত্যেকে হিন্দিতে কথা বলছিল করা হাতে ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে এই ঘটনায় রীতিমত ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে শহর শিলিগুড়ি জুড়ে। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ সূত্রে খবর ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এবং একাধিক জায়গায় তল্লাশি শুরু করা হয়েছে।