বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: কোলাঘাটে বৈষ্ণবচক অঞ্চল কৃষি সমবায় সমিতির নির্বাচন ছিল আজ
তৃনমূল প্রার্থী দেয় ১২ টি আসনে। বিজেপি প্রার্থী দেয় ৯ টি আসনে।আজ নির্বাচনের পর দেখা যায় ১২ টি আসনেই জয়লাভ করে তৃনমূল।এরপর সবুজ আবিরে মেতে উঠেন কর্মী সমর্থকরা। যদিও বিজেপি অভিযোগ করেন ভোটারদের প্রভাবিত করে ভোট করিয়েছে সে জন্যই আমাদের পরাজয়। অভিযোগ অস্বীকার শাসক শিবিরের।
তাদের দাবি -“এই অঞ্চলে আমরা পিছিয়ে ছিলাম ২৬ শের নির্বাচনের আগে বাড়তি অক্সিজেন পাওয়া।
১. অসীম মাজি ( তৃণমূল নেতা)
২. শিবনাথ সামন্ত ( বিজেপি নেতা)