বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:রবিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ মুর্শিদাবাদ জেলার কান্দি বহরমপুর রাজ্য সরকারের ওপরে কান্দি থানার অন্তর্গত গোকর্ণ পাওয়ার হাউস মোড় সংলগ্ন এলাকাতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল পাঁচজনের।

স্থানীয় সুত্রে জানাযায়, বীরভূমের পূর্ন স্থান বেলে থেকে স্নান করে ফিরছিলেন এই ২২ জন পূর্নার্থীর একটি দল। রবিবার সকালে ট্রেকারে করে স্নান করে বাড়ি ফেরার পথে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারের সজরে ধাক্কা মারে এই যাত্রীবাহী ট্রেকারটি বলে জানাযায়। গুরুত্বর জখম অবস্থায় সবাইকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পাঁচ জনকে মৃত বলে ঘোষনা করে। ঘটনার জেরে গাড়ি চালকসহ মৃত্যু হয় মোট পাঁচজনের বলে জানাযায়। এখনো পর্যন্ত একজন পুরুষ ও চারজন মহিলার মৃত্যু হয়েছে। বাকিদের বহরমপুর মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। মৃত আহতদের সকলের বাড়ি হরিহরপাড়া রুকুনপুর এলাকায় বলে জানাযায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *