বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:খড়গপুর, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত খড়গপুর ব্লকে রেশমি কারখানার দূষণ নিয়ে মুখ খুললেন মেদিনীপুরের সংসদ জুন মালিয়া।
খড়গপুর গ্রামীণের সামরাইপুরে শ্মশানের জমি অবৈধভাবে দখল করে নিয়েছে রেশমি মেটালিকস এই নিয়ে অভিযোগ আসছিল তার কাছে। তাই আজ সমরাইপুরে এলাকা পরিদর্শনে এবং মানুষের সঙ্গে কথা বলতে পৌঁছান সাংসদ জুন মালিয়া। তবে তিনি জানান যারা অভিযোগ করছিল সেই সময় আমি সাংসদ ছিলাম না। পাশাপাশি সরোজমিনে দেখার পর মনে হয়েছে শ্মশানের জন্য যথেষ্ট পরিমাণে জায়গা এখনো রয়েছে। রাস্তাঘাট বিষয়টি কথা বলতে হবে। তবে বাউন্ডারি অল যেটি ছিল রেশমি মেটালিকস করে দেবে বলেছে। আমি গ্রামের মানুষকে সঙ্গে নিয়ে সম্পূর্ণ এলাকা ঘুরে দেখলাম, তাতে করে শ্মশানের যে জায়গা সংরক্ষিত রয়েছে কোন সমস্যা হবে না।