বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: মালদা:- পারিবারিক বিবাদে তুলকালাম। ঝড়ল রক্ত।লোহার পাঞ্জা দিয়ে মারধরের অভিযোগ বাবা ও দাদার বিরুদ্ধে।
রক্তাক্ত অবস্থায় সংঘর্ষের ভিডিও ভাইরাল।যদিও ভাইরাল হওয়া সেই ভিডিওর সত্যতা যাচাই করিনি আমরা।রবিবার দিন মালদার চাঁচল সদর এলাকার গজানন পল্লী এলাকার ঘটনা।আহত ব্যক্তির নাম শুভম রবিদাস (৩১)। মারধরের অভিযোগ উঠেছে তার দাদা পাপ্পু রবিদাস এবং সুরেস রবিদাসের বিরুদ্ধে। অভিযোগ রবিবার শুভম রবিদাস কাজে বেরোচ্ছিলেন। সেই সময় পারিবারিক বিবাদ নিয়ে তার দাদা এবং বাবা তার উপর চড়াও হয়। লোহার পাঞ্জা দিয়ে তার দাদা মাথায় গুরুতর আঘাত করে। রক্তাক্ত হন শুভম। তাকে বাঁচাতে এলে তার স্ত্রীকেও মারধর এবং অশ্লীল গালিগালাজ করা হয়। পরবর্তীতে প্রতিবেশীদের সাহায্যে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় শুভমকে। মাথায় গভীর চোট নিয়ে সেখানেই ভর্তি তিনি।চাঁচল থানায় তার স্ত্রী একটা লিখিত অভিযোগ দায়ের করেন।যদিও এই ঘটনায় অভিযুক্তদের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।