বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ফের একবার মাদক পাচারের বিরুদ্ধে সাফল্য পেলেও পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত নকশালবাড়ি ব্লকের দক্ষিণ কোটিয়াজোতে অভিযান চালায় নকশালবাড়ি থানার পুলিশ।
এরপর সেখানে এক ব্যক্তিকে আটক করে এবং তল্লাশি চালাতেই উদ্ধার হয়। এই ঘটনায় ওই ব্যক্তিকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। ধৃতের নাম মহেশ ঘোষ। সে নকশালবাড়ির দয়ারাম জোতের বাসিন্দা। নকশালবাড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে দ্বিতীয় ব্যক্তির কাছ থেকে লক্ষাধিক টাকার ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া ব্রাউন সুগার কোথা থেকে নিয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। তবে ব্রাউন সুগার দক্ষিণ কোটিয়া জোতে হাত বোতলের কথা ছিল তার আগেই অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। এই ঘটনা সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। রবিবার ধৃত ব্যক্তিকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্তে নেমেছে নকশালবাড়ি থানার পুলিশ।