বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: সন্ধ্যা হতেই কালিয়াগঞ্জ শহরের প্রান কেন্দ্র বিবেকান্দ মোড় সহ পুর বাসস্টেন্ড নেশাগ্রস্তদের দখলে যাচ্ছে ফলে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে।
পুর বাসস্ট্যান্ড ও রেল স্টেশন থেকে ঢিল ছোড়া দুরত্বে রয়েছে কালিয়াগঞ্জ থানা ও আবগারি দফতরের অফিস। তার পরেও কীভাবে মদ মজুত করে রাতের অন্ধকারে প্রকাশ্যে দেশি ও বিদেশি মদের আসর বসছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
কালিয়াগঞ্জ পুর এলাকার ১৫ নম্বর ওয়ার্ডের মধ্যেই রয়েছে পুর বাসস্ট্যান্ড ও রেল স্টেশন। ১৫ নং ওয়ার্ডের কাউন্সার নিজেই পুরপ্রধান রাম নিবাস সাহা।অভিযোগ সন্ধ্যার পর ব্যাগে করে মদের বোতল জল ও মদের খাবার উপকরণ এনে পুর বাসস্ট্যান্ডে এনে মজুত করে বিক্রি করা হয়। আর সেখান থেকেই কেনা বেচা করা হয়। অপরদিকে রেল স্টেশনে পাশে ঝুপড়ি ঘর থেকে সন্ধ্যার পড় থেকে বিক্রি করা হয় দেশি ও বিদেশি মদ এই বিষয়ে কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান রাম নিবাস সাহা বলেন আমার কাছেও অভিযোগ এসে পাশাপাশি আপনারদের কাছ থেকেই অভিযোগ পেলাম, কালিয়াগঞ্জ থানার আই সি সাহেবকে বলবো উপযুক্ত ব্যবস্থা নিতে যাতে পুর বাসস্ট্যাণ্ড সহ এলাকার পরিবেশ যাতে কোন ভাবেই নষ্ট না হয়।
বাইট :- রাম নিবাস সাহা পুরপ্রধান।