বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: শিলিগুড়িতে একযোগে ছয় জায়গায় হালা ইডির। এই ঘটনায় রীতিমতো শোরগোল শহর শিলিগুড়ি জুড়ে।
জানা গিয়েছে এদিন শিলিগুড়ির ৮ নম্বর ওয়ার্ড ৯ নম্বর ওয়ার্ড ৫ নম্বর ওয়ার্ড এবং ৩৩ নম্বর ওয়ার্ডে একযোগে ছয় জাগায় হানা দেয় ইডির আধিকারিকরা। ইতিমধ্যে যে সমস্ত জায়গায় ইডির তল্লাশি চলছে সে সমস্ত জায়গায় মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জাওয়ানরা।
সূত্রের খবর আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে এই হানা। তবে এখনো পর্যন্ত ইডির তরফ থেকে কোন প্রতিক্রিয়া মিলেনি। এখনো পর্যন্ত লাগাতার তল্লাশি চালাচ্ছে ইডি আধিকারিকরা।