বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: এবার বিজেপি নেতার ছেলের বিরুদ্ধে ডাকাতি করার চেষ্টার অভিযোগ বীরভূমের মল্লারপুর থানার পুলিশের হাতে গ্রেফতার মল্লারপুর ১ নং পঞ্চায়েত এলাকার ১৩ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী বিজেপি নেতা গদাই দাসের ছেলে সোমনাথ দাস সহ তিনজন।
পুলিশ সূত্রে খবর, বীরভূমের মল্লারপুর থানার মল্লারপুর সাঁইথিয়া যাবার রাস্তায় কান্দিয়াড়া ব্রিজের কাছে গতকাল রাত্রে বেশ কয়েকজন দাঁড়িয়েছিল।
এরপরেই পুলিশের সন্দেহ হলে বিজেপি নেতার ছেলে সোমনাথ দাস এছাড়াও শঙ্খ মণ্ডল ও রথীন দাসকে মল্লারপুর থানার তুলে আনলে সমস্ত কথা পুলিশের সামনে স্বীকার করে ও তাদের কাছ থেকে লোহার চেন,ভোজালি সহ আরোও অনেক ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশ। এরপরেই তাদেরকে পুলিশ গ্রেপ্তার করলে রামপুরহাট মহকুমা আদালতে তাদের আজ তোলা হয়।