বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:১.কাটোয়ার রাজুয়া গ্রামে পরিত্যক্ত বাড়িতে বোমা বিস্ফোরণ। মৃত ১। জখম স্থানীয় দুষ্কৃতী
তুফান চৌধুরী। বালিঘাটের দখলদারি নিয়ে বিবাদের জেরে বোমা বাঁধার অভিযোগ।
২.বিস্ফোরণে বহিরাগত দুষ্কৃতী যোগ। নিহত ব্যক্তি বীরভূমের নানুরের বাসিন্দা। দাগি দুষকৃতী তুফানও। ১০ দিন আগে জেল থেকে ছাড়া পেয়েই ফের বেপরোয়া।
৩.ফালাকাটায় তৃণমূল পঞ্চায়েত সদস্যের দাদাগিরি। হাত পড়ল মহিলাদের গায়েও!নেতার গুন্ডামির ভাইরাল ভিডিওতে শোরগোল। নেতার গ্রেফতারির দাবি।
৪.৭ মাস ধরে বন্ধ পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালের ব্লাড টেস্টিং, সুপারের মৌখিক দাবী ইদুর মেশিনের তার কেটে দিচ্ছে!! জেলা স্বাস্থ আধিকারিকের দাবী তদন্ত শুরু হয়েছে। ৭ মাস ধরে কি ইঁদুরের তদন্ত! ভুগতে হচ্ছে সাধারন রোগীকে ?
৫.বিভিন্ন কলেজে তৃণমূলের নেতাকর্মীদের অস্থায়ী পদে নিয়োগ করা প্রসঙ্গে।
৬.’দলে সিপিএমের বদরক্ত ঢুকে গিয়েছে, ডায়ালিসিস করাতে হবে’- সিদ্দিকুল্লা ।
৭.কোচবিহারে তৃণমূল নেতাকে গুলি, বিজেপি বিধায়কের ছেলে গ্রেফতার। তুঙ্গে তরজা। খেসারত দিতে হবে, হুঙ্কার উদয়নের। ফাঁসাতে পরিকল্পনা, দাবি গেরুয়া শিবিরের। *** (এই প্রশ্নের উত্তর দেননি)।
৮.আলিপুরদুয়ারের পর দমদম। দেড় মাসের মাথায় ফের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী। বিহারে যাওয়ার আগে ১৮ জুলাই নতুন রাজ্য সভাপতিকে নিয়ে সভার সম্ভাবনা।
৯.গার্ড রুম, ইউনিয়ন রুম বন্ধ রেখেই, সোমবার থেকে খুলছে কসবার সাউথ ক্য়ালকাটা ল’ কলেজ। ফের পুলিশ হেফাজতে নিরাপত্তারক্ষী।
১০.কাটোয়ায় বিস্ফোরণে রাজনীতির রং। চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূল জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের।
সট রবীন্দ্রনাথ – ওদের লক্ষ্য তো আমরাই। আমি বা আমাদের কর্মীকে হামলা করতে পারে। সেই লক্ষ্যেই বোমা বাঁধছিল।