বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: গতকাল গভীর রাতে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের রতনপুর ধানুকপাড়া সংলগ্ন এলাকায় একটি চারচাকা গাড়ি থেকে প্রায় ২৭ কিলো ৫২০ গ্রাম গাঁজা উদ্ধার করে সামশেরগঞ্জ থানার পুলিশ।
পুলিশ সুত্রে জানাযায়, ধৃতের নাম আলী হোসেন (৩৮)। বাড়ি কোচবিহারের শীতলকুচি। গোপণ সূত্রে খবর পেয়ে সামশেরগঞ্জ থানার ভারপাপ্ত আধিকারি সুব্রত ঘোষের নেতৃত্বে এসআই ইনসান আলির সহ পুলিশের একটি টিম রতনপুর এলাকায় অভিযান চালায়। সেখানে একটি চারচাকা গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ২৭ কিলো ৫২০ গ্রাম গাঁজা উদ্ধার করে। তারপর গাড়ির চালক কে গ্রেফতার করে পুলিশ। গাড়িটি বাজেয়াপ্ত করে পুলিশ। উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল প্রায় ৩ লক্ষ টাকা বলে জানাযায়। পুলিশ ধৃতকে প্রাথমিক জিঞ্জাসাবাদে জানতে পারে এই গাঁজা গুলো উত্তরবঙ্গ থেকে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে পাচার করতে এসেছিল। ধৃতকে আজ সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুরের এনডিপিএস আদালতে পাঠায় পুলিশ। এই গাঁজা কারবারের সঙ্গে আর কে বা কারা জারিত রয়েছে তার তদন্ত করে দেখছে সামশেরগঞ্জ থানার পুলিশ।