বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ২১ জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের মেগা সভা। আর তার আগেই বাংলার বিজেপি কর্মীদের জোয়ারে বাণ আনতে মাঠে নেমে পারবেন স্বয়ং প্রধানমন্ত্রী। বিজেপি সূত্রে জানা গিয়েছে, আগামী ১৮ই জুলাই দমদম সেন্ট্রাল জেলের মাঠে সভা করবেন তিনি। সেই সভার প্রস্তুতিতে যাতে কোনও খুঁত না থাকে, সেই কথা মাথায় রেখেই আগাম সাত সদস্যের কমিটি গঠন করেছে রাজ্য বিজেপি। প্রথম দিকে একটি সভার কথা শোনা গেলেও পরে জানা যায়, সম্ভবত জোড়া সভা করতে চলেছেন তিনি। একটা হবে দমদমে। অন্যটা দুর্গাপুরে। মে মাসের পর এটি মোদীর দ্বিতীয় সভা হলেও, এখনও পর্যন্ত এই বছর বাংলায় কোনও জোড়া সভা করেননি তিনি। করেছিলেন গতবছরে। দমদমের পাশাপাশি দুর্গাপুরের সভাতেও সিলমোহর পড়লে, একুশে জুলাইয়ে তৃণমূলের শহিদ সভার আগে এটা একটা তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হবে বিজেপির ক্ষেত্রে।

এই মুহূর্তে বুথ কমিটিগুলোকে সক্রিয় করাই বিজেপির মূল লক্ষ্য। অনেকেই বলছেন, সেই কাজটাই শুরু করে দিয়ে যাবেন প্রধানমন্ত্রী। রিপোর্ট বলছে, রাজ্যের ৫০ শতাংশ বিজেপির বুথ কমিটি একেবারে নিষ্ক্রিয় হয়ে পড়েছে। এই পরিসংখ্যান খোদ স্বীকার করে নিয়েছেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশলও। এই নড়বড়ে দশাতেই রাজ্য সংগঠনের ব্য়াটন ধরেছেন শমীক ভট্টাচার্য। ব্যাটও চালাতে শুরু করে দিয়েছেন। ছক্কা লাগেনি। কিন্তু নজর কেড়েছেন। শমীকের সাফ কথা, বিজেপি সংখ্যালঘু বিরোধী নয়। অর্থাৎ এবার ‘বহুত্ববাদী’ হিন্দু ও সংখ্যালঘু উভয় ভোটকেই নিজেদের ঝুলিতে টানতে চায় তারা। চাঙ্গা করতে চায় সংগঠনকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *