বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ফের একবার মহিষ পাচার রুখল পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত খড়িবাড়ি ব্লকের বাংলা বিহার সীমান্তের চক্করমারি এলাকায় অভিযান চালায় খড়িবাড়ি থানার পুলিশ।
এরপর সেখানে একটি কন্টেইনার আটক করে এবং তল্লাশি চালাতেই উদ্ধার হয় মহিষ। এই ঘটনায় কন্টেনারে চালককে বৈধ কাগজপত্র দেখাতে বলা হয়। তবে চালক কোন রকম বৈধ কাগজপত্র দেখাতে না পারায় চালককে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। ধৃতের নাম হাবিবুল রহমান(৩৮)।
সে ডালখোলার বাসিন্দা। খড়িবাড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই কন্টেলার থেকে ৪৪টি মহিষ উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া মহিষ বিহার থেকে নিয়ে আসা হয়েছিল আসামের পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে এই ঘটনার সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। শুক্রবার ধৃতকে শিলিগুড়ি মহাকুমা আদালতে তোলা হয়। ইতিমধ্যে গোটা ঘটনা তদন্তে নেমেছে খড়িবাড়ি থানার পুলিশ।