বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ১.কলেজে কলেজে ইউনিয়ন রুম খোলা নিয়ে বিচারপতির নির্দেশ প্রসঙ্গে।
২.বিহারে যে পদ্ধতিতে সমীক্ষা, আগামী মাস থেকে সেই সমীক্ষা হবে বাংলায় (স্পেশাল ইন্টেনসিভ রিভিশন)। সূত্রের খবর ২৩ বছর পর বাংলায় হবে এই সমীক্ষা। ভুয়ো নাম বাদ যেতে পারে? তাতে কার লাভ,কার ক্ষতি?
৩.এবার পিক আওয়ারে দ্বিগুণ ভাড়া হাঁকতে পারবে অ্যাপ ক্যাব সংস্থাগুলি। দেড় গুণ থেকে বাড়িয়ে দ্বিগুণ করার ছাড়পত্র কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের।
৪.বিজেপি কর্মী খুনের চার্জশিটে পরেশ পাল ও স্বপন সমাদ্দারের নাম। তৃণমূল বিধায়ক ও কাউন্সিলরদের বিরুদ্ধে চার্জশিটে কী অভিযোগ CBI-এর ?
৫.ছাত্র নেতাদের কলেজের কর্মী হওয়া প্রসঙ্গে।
৬.২০১৮য় মনোজিতের নামে পুলিশে অভিযোগ সাউথ ক্য়ালকাটা ল কলেজের তদানীন্তন অধ্যক্ষ। তারপরেও পুলিশ কোনও ব্যবস্থাই নেয়নি। দাবি মনোজিৎকে বহিষ্কার করা, প্রয়াত প্রিন্সিপালের স্ত্রীর।
৭.কসবা গণধর্ষণকাণ্ডে ৩টি জনস্বার্থ মামলা, আজ হাইকোর্টে শুনানি।
৮.বোমায় ছিন্নভিন্ন তামান্না। এখনও অধরা ১৫ অভিযুক্ত! কাজ করতে পারছে না পুলিশ। বিচার চাইতে কলকাতায় আসছেন নিহত বালিকার মা।
৯.ডোমকলে সিরাজ মন্ডল নামে একজন অস্ত্র প্রস্তুতকারিকে গ্রেপ্তার করে প্রচুর অস্ত্র ও অস্ত্র তৈরীর সামগ্রী ও চল্লিশ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে।