বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: সাত সকালেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেলো হাওড়া পৌরসভার ভিতরে। এতে প্রাণ গেলো দুই ব্যক্তির। হাওড়া পুরনিগমের ভিতরে আচমকাই ভেঙে পড়ল একটি গাছ। তাতে চাপা পড়ে মৃত্যু হল দুজনের। মৃত দুজনই হলেন পুরসভার কর্মী। মৃতদের নাম উমেশ মাহাতো ও নুর মহম্মদ। এরমধ্যে একজন পুরসভার স্থায়ী এবং অপরজন অস্থায়ী কর্মী হিসেবে কাজ করতেন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পুরসভা চত্বরে। জানা যাচ্ছে, ঘটনাটি ঘটে সকাল সাড়ে আটটা নাগাদ অফিস খোলার সময়। পুর প্রশাসকের দফতরের সামনে একটি ইউক্যালিপটাস গাছ ছিল। সেটিই হঠাৎ ভেঙে পড়ে। নিচে দাঁড়িয়ে ছিলেন উমেশ ও নুর। প্রচণ্ড শব্দে গাছটি তাঁদের উপর ভেঙে পড়ে।
দু’জনেই ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুরসভার ভিতরে থাকা সহকর্মীরা ছুটে আসেন। খবর পেয়ে পৌঁছয় হাওড়া থানার পুলিশ। পুরসভার উচ্চপদস্থ আধিকারিকরাও তড়িঘড়ি ঘটনাস্থলে আসেন। দুই মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয় হাওড়া জেলা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য। এদিকে দুর্ঘটনার পর থেকেই উঠছে একাধিক প্রশ্ন। পুরসভার অনেক কর্মীই জানিয়েছেন, ইউক্যালিপটাস গাছটি দীর্ঘদিন ধরেই হেলে পড়েছিল। ঝুঁকে ছিল রাস্তায়। বিষয়টি নাকি কর্তৃপক্ষকে বারবার জানানো হয়েছিল, কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।