বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বাংলাদেশে মাঝে মাঝে বিভিন্ন হিন্দু মন্দিরে হামলা তো হয়েই চলেছে। এবারের ঘটনা আমেরিকায়। আমেরিকার ইউটা প্রদেশে অবস্থিত ইসকনের শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে অতর্কিত হামলা। মন্দির লক্ষ্য করে একাধিকবার গুলি চালায় দুষ্কৃতীরা। মন্দিরের দেওয়ালে অনেক গুলি গিয়ে বিঁধে। অনেক গুলি আবার মন্দিরের জানালার কাচ ভেঙে দেয়। ইসকন দাবি করেছে, তাদের মন্দির প্রাঙ্গন লক্ষ্য করে অন্তত ২০ থেকে ৩০টি গুলি ছোড়া হয়েছিল। এদিকে ইসকন জানিয়েছে, যখন এই হামলা হয়, তখন মন্দিরের ভিতরে অনেক ভক্তই ছিলেন। এই হামলার জেরে ইসকনের কয়েক হাজার ডলারের ক্ষতিও হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে এই হামলার পরপরই কড়া প্রতিক্রিয়া দিয়েছে ভারত। সান ফ্রান্সিস্কোতে অবস্থিত ভারতীয় কনস্যুলেট এই নিয়ে একটি বিবৃতি জারি করেছে।
বিবৃতিতে বলা হয়, ‘উটাহের স্প্যানিশ ফর্কে অবস্থিত ইসকনের শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরে সাম্প্রতিক গুলিবর্ষণের ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই। কনস্যুলেট সকল ভক্ত এবং সম্প্রদায়ের প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করছে। স্থানীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হচ্ছে যে তারা যেন দ্রুত অপরাধীদের বিচারের আওতায় আনে।’ জানা গিয়েছে, বিদ্বেষমূলক এই হামলার ঘটনায় এখনও পর্যন্ত স্থানীয় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। তবে ঘটনার তদন্ত চলছে। এর আগে একাধিক ঘটনায় আমেরিকায় হিন্দু মন্দিরে হামলা হয়েছে। তবে বেশিভাগ ক্ষেত্রেই খলিস্তানিরা কালী দিয়ে মন্দিরের দেওয়ালে ভারত বিরোধী স্লোগান লিখেছে বা ভাঙচুর চালিয়েছে। এভাবে গুলি চালানোর ঘটনা এর আগে সাম্প্রতিককালে ঘটেনি।