বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:অল্প হোক আর বেশি হোক – বৃষ্টি হয়েই চলেছে দক্ষিণবঙ্গ জুড়ে। এই মুহূর্তে বৃষ্টি বন্ধ হওয়ার কোনো ইঙ্গিত নেই। গোটা সপ্তাহজুড়ে রাজ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। রবিবার পর্যন্ত টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বর্তমানে মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে। ঝাড়খণ্ডে নিম্নচাপ অবস্থান করছে। পাশাপাশি আরও একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা রয়েছে। এই সবের মিলিত প্রভাবে বৃষ্টি হবে রাজ্যে। রাজ্যের একাধিক জেলায় প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, ৭ জুলাই পর্যন্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। আজ ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্র-বিদ্যুৎসহ ঝড়বৃষ্টি সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম বর্ধমানে। হলুদ সতর্কতা জারি রয়েছে একাধিক জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, বাঁকুড়াতেও।
বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়ার পূর্বাভাস। ভারী বৃষ্টির পূর্বাভাস পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং দক্ষিণ ২৪ পরগনায়। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হাওয়া বইতে পারে। বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলার অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।
অন্যদিকে আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের (North Bengal Weather) জেলা গুলিতে। ৭ জুলাই পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টি হতে পারে। আজ ভারী বৃষ্টির দার্জিলিং, জলপাইগুড়িতে। শুক্রবার থেকে বৃষ্টির দাপট বাড়বে।