বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ঝাড়গ্রাম: সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি, দুষ্কৃতীরা প্রায় ২ কোটি টাকার সোনার গহনা লুঠ করে চম্পট! ঝাড়খন্ডে সোনার দোকানে ডাকাতি করে ঝাড়গ্রাম এ পালিয়ে আসার পথে প্রায় ২কোটি টাকার সোনার গহনা সহ গ্রেপ্তার ২জন।

সোমবার রাত্রে পশ্চিমবঙ্গের পাশের রাজ্য ঝাড়খণ্ডের চাকুরিয়া থানার অন্তর্গত চাকুলিয়া বাজারে এক সোনার দোকানে বেশ কয়েকজন দুষ্কৃতী ফিল্মি কায়দায় সোনার দোকান মালিকের মাথায় বন্দুক রেখে দু কোটি টাকার সোনার গহনা লুট করে বাইকে করে পালিয়ে যায়।

তড়িঘড়ি সোনা দোকানের মালিক চাকুলিয়া থানায় খবর দেয় আর সেই খবরের পরিপেক্ষিতে চাকুলিয়া থানার পুলিশ পাশের রাজ্য তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন থানার মতো সীমান্ত লাগোয়াঝাড়গ্রাম জেলার জামবনি থানাকেও এলার্ট করে।খবর পেয়ে জামবনী থানার পুলিশ ঝাড়খন্ড লাগোয়া বর্ডার গুলিতে নাকা চেকিং চালায়। ঠিক মতো মধ্যরাত্রে সন্দেহভাজন দুটি বাইক পড়িহাটি এলাকায় প্রবেশ করলে, এরাজ্যের পুলিশ তাদের চেজ করে। প্রথমে অসংলগ্ন কথা বার্তা তারপর পালানোর চেষ্টা করলে
তাদের আটক করে জামবনি থানার পুলিশ। যদিও একটি বাইক নিয়ে একজন পালাতে সক্ষম। পলাতক ব্যাক্তির খোঁজে তল্লাশি শুরু করেছে। ধৃত দুজন কে তল্লাশি করলে উদ্ধার হয় ডাকাতি হওয়া দু কোটি টাকার সোনার গহনা। তাদের গ্রেফতার করে জামবনি থানার পুলিশ। পুলিশের ধারনা ডাকাতি তে ব্যাবহৃত আগ্নেআস্ত্র পলাতক ব্যাক্তির কাছে রয়েছে। অভিযুক্ত দের মধ্যে একজন ঝাড়খণ্ডের টাটানগর বাগেরা গ্রামের বাসিন্দা নিরঞ্জন গৌর আরেকজন ঔরঙ্গাবাদ বিহার রফিক গঞ্জের বাসিন্দা মোহাম্মদ রফিক দুজনকেই জামবনি থানার পুলিশ চাকুলিয়া থানার পুলিশের হাতে তুলে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *