বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:  বিজেপি পরিচালিত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে হুমকি দেওয়া ও কাটমানি চাওয়ার অভিযোগ। থানায় লিখিত অভিযোগ জানালো ঠিকাদার। ঠিকাদারের বিরুদ্ধে আর্থিক তছরূপের পাল্টা অভিযোগ প্রধানের।

পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের সাহাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান পুষ্পরানী সাউ মাইতি ও তাঁর স্বামী বিজেপি নেতা মনঞ্জয় মাইতির বিরুদ্ধে এগরা থানায় লিখিত অভিযোগ জানান স্থানীয় ঠিকাদার নন্দন গুচ্ছইত। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন গ্রাম পঞ্চায়েতের একটি টেন্ডারে অংশ নিয়েছিলাম। তাঁর পর থেকে লাগাতার আমাকে চাপ দেওয়া হচ্ছে। টেন্ডার থেকে সরে যাওয়ার জন্য। এমনকি আমাকে মারধর করার হুমকি দিচ্ছে প্রধানের স্বামী মনঞ্জয় মাইতি। অভিযোগ অস্বীকার করেন প্রধান পুষ্পরানী সাউ। তিনি বলেন ঐ ঠিকাদারের বিরুদ্ধে আর্থিক তছরুপের প্রচুর অভিযোগ পঞ্চায়েতে জমা পড়েছে। এমনকি পাশের রাজ্য ওড়িষ্যা থেকেও কিছু লোক এসে পঞ্চায়েতে অভিযোগ জানিয়েছে। এই ধরণের লোকেদের কি করে সরকারি কাজের টেন্ডার দেওয়া যায়। তাই আমরা বিরোধিতা করেছি। এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি বলেন, বিজেপির প্রধানের বিরুদ্ধে কাটমানি চাওয়ার অভিযোগ আছে, প্রধানের বিরুদ্ধে দলগতভাবে বিজেপির উচিত ব্যবস্থা নেওয়া। যদিও বিজেপির জেলা সম্পাদক সিদ্ধেশ্বর মহাপাত্র বলেন, বিধায়ক সঠিক বিষয় খোঁজ না নিয়ে ভুল মন্তব্য করছেন। ঐ ঠিকাদারের বিরুদ্ধে পঞ্চায়েত অফিসে এলাকার মানুষ প্রচুর আর্থিক তছরূপের অভিযোগ করেছে। এমন লোকের হয়ে বিধায়ক কি করে বলছেন কটাক্ষ বিজেপির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *