বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: *জলপাইগুড়ি* : বর্ষা শুরু হতে না হতেই সাপের উপদ্রব বাড়ছে। প্রায় প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হচ্ছে বিভিন্ন প্রজাতির সাপ। বুধবার বিকেলে ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা চা বাগানের টন্ডু ডিভিশন থেকে একটি বিশালাকার অজগর সাপ উদ্ধার করা হয়েছে। জানা গেছে, বুধবার বিকেলে একটি অজগর সাপ একটি ছাগলকে খেয়ে ফেলে। এরপর অজগরটি পাশেই ঝোঁপের মধ্যে গুটি পাকিয়ে থাকে। এদিকে স্থানীয়রা দেখেন ছাগলটি নেই, খোঁজাখুঁজির পর বিশালাকার অজগরটি স্থানীয়দের নজরে পড়ে। পেট ঢেউ হয়ে থাকায় স্থানীয়রা বুঝতে পারেন অজগরটি ছাগলটিকে খেয়ে ফেলেছে। এরপর খবর দেওয়া হয় বনদপ্তরের কর্মীদের। খবর পেয়ে খুনিয়া রেঞ্জের বনকর্মীরা এসে অজগর সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়।
অজগরটি ইন্ডিয়ান রক প্রজাতির এবং প্রায় ১৫ ফুট লম্বা হবে।এদিকে অজগর দেখতে অনেকে ভিড় জমায়।
