বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: নদীয়ার কালীগঞ্জে বোমা বিস্ফোরণে নাবালিকা মৃত্যুর ঘটনায় সোমবার থেকেই উত্তপ্ত কালীগঞ্জ বিধানসভা। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রতিবাদের ঝড় তোলে, ইতিমধ্যে অভিযুক্ত বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবুও প্রতিবাদের ঝড় থামছে না বিরোধীদের। এবার নাবালিকা মৃত্যুর ঘটনায় প্রতিবাদে রাস্তায় নামল বামেরা, কালীগঞ্জের দেবগ্রামে প্রচুর কর্মী সমর্থক এই প্রতিবাদ মিছিলে পা মিলান। তবে নাবালিকার পরিবারের তরফ থেকে সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছে, কিন্তু তার আগে বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। সিপিএমের দাবি, এখনো যারা মূল অভিযুক্ত তারা গা ঢাকা দিয়ে রয়েছে পুলিশ তাদের কেন গ্রেফতার করছে না, অবিলম্বে দোষীদের গ্রেফতার করে কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যদিকে সদ্য জয়ী তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ মৃতের পরিবারকে জানিয়েছেন সমবেদনা, পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি, এই ঘটনা কিছুতেই মেনে নিতে পাচ্ছেন না বলে জানিয়েছেন সংবাদমাধ্যমে। নাবালিকার মৃত্যুর পেছনে যারা যারা দায়ী তাদের কাউকেই ছেড়ে দেওয়া হবে না তাদের প্রত্যেককেই কঠোর শাস্তি ব্যবস্থা করা হবে। সোমবার থেকে শুরু হয় চরম উত্তেজনা নদীয়ার কালীগঞ্জে। মঙ্গলবার সকাল থেকে রাত্রি পর্যন্ত চলতে থাকে তীব্র প্রতিবাদ, বুধবার সকাল থেকেই নিহত নাবালিকার বাড়িতে দেখা করতে যান সমাজের বুদ্ধিজীবী মানুষ থেকে শুরু করে প্রবীণ মানুষরা। প্রত্যেকেই পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন, কিন্তু অন্যান্য বিরোধীদের মতোই একইভাবে নাবালিকা মৃত্যুর ঘটনায় প্রতিবাদে তীব্র সরব হয়েছে বামেরা, সেই চিত্র উঠে এল বুধবার নদীয়ার কালীগঞ্জের দেবগ্রাম থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *