বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: পশ্চিম বর্ধমান :মঙ্গলবার আসানসোলের সালানপুর থানার অন্তর্গত ১৯ নম্বর জাতীয় সড়কের রামপুর চেকপোস্ট সংলগ্ন এক লাইন হোটেলের সামনে থেকে দুই জন মহিলাকে গ্রেফতার করে পুলিশ তাঁদের কাছে উদ্ধার হয় চারটি ব্যাগে প্রায় ২৬কেজি গাঁজা।পুলিশ সূত্রে জানা গেছে এই দুই মহিলা ঝাড়খন্ডের দিক থেকে কোনো বাসে করে এসে নেমেছিলো এই লাইন হোটেলের সামনে।ধৃতরা দুই জন মুর্শিদাবাদের বাসিন্দা বলে জানা গেছে।ধৃতদের নাম সারিফা বিবি,আঙ্গুরা বিবি।বুধবার সালানপুর থানার পুলিশ গ্রেফতার হওয়া দুই মহিলাকে আসানসোল আদালতে পেশ করে।তদন্তের স্বার্থে ৫দিনের নিজেদের হেফাজতে নেওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর।তবে এতো পরিমান গাঁজা কোথা থেকে কোথা নিয়ে যাওয়া হচ্ছিলো বা আরো কেউ জড়িত রয়েছে কিনা সবটাই তদন্ত করছে পুলিশ।