বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: দারকেশ্বরে স্নান করতে নেমে তলিয়ে যাওয়া তিন পড়ুয়ার মধ্যে দুই পড়ুয়ার দেহ উদ্ধার করল বিপর্যয় মোকাবিলা বাহিনী। গতকালের পর আজ ভোর থেকে নিখোঁজ তিন পড়ুয়ার খোঁজে দারকেশ্বর নদে তল্লাশি শুরু করে বিপর্যয় মোকাবিলা বাহিনী। তল্লাশি চলাকালীন দুর্ঘটনাস্থল থেকে প্রায় বেশ কিছুটা দূরে দুই পড়ুয়ার দেহ দেখতে পান বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা। এরপরই দেহ দুটিকে উদ্ধার করা হয়। তৃতীয় নিখোঁজ পড়ুয়ার খোঁজে এখনো তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।

গতকাল দুপুরে স্কুল পালিয়ে বাঁকুড়ার বিষ্ণুপুর হাইস্কুলের ৮ থেকে ৯ জন পড়ুয়ার একটি দল সাইকেলে করে দারকেশ্বর নদের ষাড়েশ্বর শিব মন্দির লাগোয়া সুভাষপল্লী ঘাটে যায়। অন্যান্যরা পাড়ে থাকলেও নবম শ্রেণীর তিন পড়ুয়া অর্কদীপ দাস, সায়না চ্যাটার্জী ও পরমেশ্বর মিশ্র নদের জলে নেমে সাঁতার কাটতে থাকে। সাঁতার কাটার সময় আচমকাই নদের গভীর জায়গায় তারা চলে যাওয়ায় তিন জনই তলিয়ে যেতে থাকে। প্রাথমিক ভাবে সহপাঠীরা তিন জনকে বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে স্থানীয়রাও চেষ্টা চালান। খবর পেয়ে বিষ্ণুপুর থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী স্পিড বোট নামিয়ে নিখোঁজ তিন পড়ুয়ার সন্ধান শুরু করে। গতকাল সন্ধ্যা পর্যন্ত প্রায় আট ঘন্টা দারকেশ্বরের বুকে তল্লাশি চালালেও নিখোঁজদের কোনো খোঁজ মেলেনি। আজ ভোরের আলো ফুটতেই ফের নিখোঁজদের খোঁজে তল্লাশি শুরু হয়। বিপর্যয় মোকাবিলা বাহিনীর পাশাপাশি তল্লাশিতে যোগ দেয় আসানসোলের সেভেন ব্যাটেলিয়ানের সিভিল ডিফেন্সের কর্মীরাও। আজ তল্লাশি শুরু হওয়ার কিছুক্ষণ পরে দুর্ঘটনাস্থল থেকে বেশ কিছুটা নীচের দিকে নদীর জলে এক পড়ুয়ার মাথা ভাসতে দেখা যায়। দ্রুত ওই পড়ুয়ার দেহ উদ্ধারের কিছুক্ষণের মধ্যে আরো বেশ কিছুটা দূরে অপর এক পড়ুয়ার দেহ দেখা যায়। জানা গেছে এখনো পর্যন্ত পরমেশ্বর মিশ্র ও অর্কদীপ দাসের দেহ উদ্ধার হয়েছে। দেহদুটি ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানোর পাশাপাশি নিখোঁজ তৃতীয় পড়ুয়া সায়ন চ্যাটার্জীর খোঁজে তল্লাশি জারি রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *