বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: মৃতদেহ রাস্তায় ফেলে রেখে পথ অবরোধ মৃতের পরিবারের। বুধবার সকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য কান্দি সাঁইথিয়া রাজ্য সড়কের বড়ঞা থানার আন্দি এলাকায়।
প্রসঙ্গত, বড়ঞা থানার মহিষগ্রামে চলতি মাসের ৯তারিখে বিয়ের সম্মন্ধ ভেঙে দেওয়ার সন্দেহে মারামারির ঘটনায় অভিযোগ দায়ের হয় বড়ঞা থানায়। ঘটনায় আগের মৃত্যু হয় তারা মিঞা ও পড়ে চিকিৎসাধীন অবস্থায় মৃতের কাকা আমান মিঞার। ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে বড়ঞা থানার পুলিশ পাঁচজনকে গ্রেফতার করে। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় আমার মিঞার। এই ঘটনার মৃতের পরিবার আমান মিঞার মৃতদেহ রাস্তা রেখে কান্দি সাঁইথিয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। যদিও এই খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিককেই আটকে রেখে অকথ্য ভাষায় গালিগালাজ হেনস্তা করে মৃতের পরিবার। পরে কান্দি মহকুমা আরক্ষা আধিকারিক শাশ্রেক আম্বারদার ও বড়ঞা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরিন্দম দাস পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। ঘটনার জেরে বুধবার সকাল থেকেই উতপ্ত হয় বড়ঞা। প্রায় দু’ঘন্টা অবরোধ চলার পর অবরোধ তুলে নেওয়া হয়।