বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:ঘাটাল, পশ্চিম মেদিনীপুর: কয়েকদিনের বৃষ্টিতে জলমগ্ন হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত ঘাটাল চন্দ্রকোনা এবং গড়বেতার বিস্তীর্ণ এলাকা। তবে বৃষ্টি থেমে যাওয়ার পর গড়বেতা এবং চন্দ্রকোনায় বন্যার জল কমে গিয়ে স্বাভাবিক ছন্দে ফিরেছে। তবে বৃষ্টি থেমে গেলেও ঘাটালের বিস্তীর্ণ এলাকা এখনো কার্যত জলের তলায়। নষ্ট হয়েছে কয়েকশো বিঘা চাষের জমি। দীর্ঘ বেশ কয়েক বছর ধরে চলে আসছে ঘাটালের মানুষের জল যন্ত্রণার এই প্রতিচ্ছবি। গত লোকসভা নির্বাচনের সময় ঘাটালের মাটিতে দাঁড়িয়ে, ঘাটালের সাংসদ দীপক অধিকারীকে সঙ্গে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি করা হবে। তবে তার প্রাথমিক কাজ শুরু হলেও এই বছর বর্ষাতেও বন্যার প্রকোপ দেখা গেল ঘাটালে। এলাকাবাসীর অভিযোগ সরকার মুখে বললেও ঘাটাল মাস্টার প্ল্যান কার্যত বাস্তবে তা এখনো রূপদান না পাওয়ায়, জল যন্ত্রণায় ভুগতে হচ্ছে তাদেরকে। অজিত মাইতি বলেন বৃষ্টির জলে নয় রাজ্যের সাথে কথা না বলে অপরিকল্পিতভাবে ডিভিসির ছাড়া চলে ঘাটাল পোর্ট চন্দ্রকোনা সহ গরবেতার বেশ কিছু অংশ প্লাবিত হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই ঘাটাল মাস্টার প্লেনের জন্য কাজ শুরু হয়ে গিয়েছে। আমরা শেষ দপ্তরের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নিচ্ছি এই বন্যা নিয়ন্ত্রণের জন্য। ২০২৪ সালের ঘাটাল লোকসভার বিজেপি প্রার্থী তথা খড়গপুরের বিজেপি বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায় জানিয়েছেন ঘাটালের চ্যাম্পিয়ন মাস্টারপ্ল্যান রূপায়ণ করবে বলে এখন তাকে দেখতে পাওয়া যাচ্ছে না। সেচ দপ্তরের পক্ষ থেকে সরকার কি কি ব্যবস্থা গ্রহণ করেছে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য। সেই সঙ্গে তিনি আরও দাবি করেন কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই ১২০০ কোটি টাকার উপরে ফান্ড দিয়ে দিয়েছেন, অথচ রাজ্য সরকার মিথ্যেচার করে বেড়াচ্ছেন। স্বাভাবিকভাবে ভোট আসে, ভোট যায়, তবে ঘাটালবাসীর কাছে জল যন্ত্রণা ছবিটা থেকেই যায়। কবে উদ্ধার হবে এই জল যন্ত্রণা থেকে ঘাটালবাসী সেদিকেই তাকিয়ে তারা।,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *