বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: কে হতে চলেছেন বিজেপির রাজ্যসভাপতি। তাঁকে সামনে রেখেই ‘২৬ এর নির্বাচনের ময়দানে নামবে বিজেপি। বর্তমান রাজ‌্য সভাপতি সুকান্ত মজুমদার যদি না থাকেন তাহলে নতুন কে হবেন? তা নিয়ে এখনও চূডা়ন্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি দিল্লি। কারণ, বঙ্গ বিজেপির সভাপতি পদে নতুন কাউকে আনা হলে তিন নামের জটেই আপাতত সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে দিল্লির। এমনটাই সূত্রের খবর। যদি বঙ্গ বিজেপির দায়িত্বে নতুন কাউকে আনতে হয়, তাহলে দিল্লির কাছে দলের অন‌্যতম সাধারণ সম্পাদক সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর নাম সুপারিশ করেছেন বর্তমান রাজ‌্য সভাপতি সুকান্ত মজুমদার।

কিন্তু বিষয়টা এখানেই শেষ হয় নি। আরও একাধিক নাম সামনে চলে এসেছে। দলের আরেক রাজ‌্য সাধারণ সম্পাদক তথা বিধায়ক অগ্নিমিত্রা পালকে রাজ‌্য সভাপতি পদে চান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অগ্নিমিত্রার নামও সুপারিশ হিসাবে দিল্লির নেতাদের কাছে গিয়েছে। আর পরবর্তী রাজ‌্য সভাপতি হিসাবে আরএসএসের পছন্দ রাজ‌্যসভার সাংসদ তথা বঙ্গ বিজেপির প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য। এবং রাজ‌্য বিজেপির পুরনোদের একটা বড় অংশই শমীকের পক্ষে সায় দিয়েছে। ফলে শমীকই দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন। এখন দেখার শেষ যুদ্ধজয় কে করেন!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *