বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: কালীগঞ্জের মোলান্দী গ্রামে মৃত নাবালিকার বাড়িতে তার পরিবারের সাথে দেখা করতে গেল বিজেপির প্রতিনিধি দল।
কৃষ্ণনগর উত্তর বিজেপির জেলা সভাপতি অর্জুন বিশ্বাস সহ কালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনের পরাজিত বিজেপি প্রার্থী আশীষ ঘোষ এবং স্থানীয় বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে মৃত নাবালিকার বাড়িতে যান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন বিশ্বাস জানান, তারা পরিবারের সাথে কথা বলবেন এবং পরিবার যদি সিবিআই তদন্ত দাবি করে তাহলে তারা সব রকমের সহযোগিতা করবেন বলে জানান। এই মৃত্যুকে পরিকল্পিতভাবে খুন বলেই মন্তব্য করেন বিজেপির জেলা সভাপতি। একই সাথে মুখ্যমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন তিনি। সংখ্যালঘু পরিবার হলেও ভারতীয় জনতা পার্টির রাজ্যের দুই নেতা শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারকে গোটা বিষয়টি জানাবেন বলেও জানান তিনি।