বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: জমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। গরম অনেকটা কমেছে। এই সময় যাদের মন চাইছে একটু বেড়াতে তারা চলুন শুশুনিয়া। ঘন সবুজের দুনিয়া! এ যেন এক মায়ার সংসার। বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের তলায় এক টুকরো সবুজের গালিচা মুরুত বাহা ইকোপার্ক। বর্ষার স্নেহে যেন সবুজ যৌবন এই পার্কের। আসুন পরিবারকে নিয়ে, আসুন প্রিয়জনকে নিয়ে। পাহাড়ের কোলে রয়েছে দোলনা, দোল খেতে খেতে দেখুন শুশুনিয়া পাহাড়। রয়েছে বসার জায়গা।
দূরে দেখুন শুশুনিয়া পাহাড়! প্রাগৈতিহাসিক ভূখণ্ড। বর্ষায় মায়াবী রূপ ধারণ করেছে। পাহাড়ের সবুজ্যোতি শ্যামল করে তুলেছে শুশুনিয়ার পার্শ্ববর্তী এলাকাগুলিকে। চূড়ায় খেলা করছে মেঘ।
মরুত বাহার আবহটা দারুণ! বয়ে চলেছে ছোট্ট জলের ধারা। রয়েছে কৃত্রিম বাঁশের সেতু। বড় বড় গাছ দিয়ে ঘেরা এমন একটি জায়গা যেখানে গেলে ফিরে আসতে মন চায় না। রয়েছে থাকার ব্যবস্থা! ইকো পার্কের ভিতর রয়েছে ছোট ছোট কটেজ। এসি, নন এসি রুম এবং রেস্টুরেন্ট। চাইলে কাটাতে পারেন রাত। শুশুনিয়া পার্কের ম্যানেজার বিধান বাবু জানান, ১৫ টি কটেজ রয়েছে, সর্বোচ্চ রুম ভাড়া ১২০০ থেকে শুরু করে ৩ হাজার পর্যন্ত। সর্বোচ্চ ৬০ জনের থাকার ব্যবস্থা করা সম্ভব এই ইকো পার্কের পক্ষে।