বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: তৃণমূলের ভোট পরবর্তী উল্লাসে মরতে হয়েছে ১০ বছরের তামান্নাকে। অভিযোগ তাদের পরিবার সিপিএম সমর্থক। তারই জন্য ঘটলো এই মর্মান্তিক ঘটনা। এদিন কালীগঞ্জ উপনির্বাচ তৃণমূলের জয়ের পর বিজয়োল্লাসে মাতেন শাসকদলের কর্মী-সমর্থকরা। সেইসময় বোমাবাজিতে চতুর্থ শ্রেণির ছাত্রী তামান্না খাতুনের মৃত্যু হয়। এই ঘটনায় শোকপ্রকাশ করে দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। ঘটনার তদন্তে নেমে একজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম আদর শেখ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এদিকে, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভোটের ফল ঘোষণার পর বেশ কয়েকজন সিপিএমের কর্মীকে মারধর করা হয়। আহত অবস্থায় তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তামান্নার মায়ের অভিযোগ,  “শুধু ওদের ভোট দিইনি বলে এটা করল।”

তামান্না খুনের পরে প্রায় ২৪ ঘন্টা কেটে গেছে। কিন্তু পুলিশ একজনকে গ্রেফতার করেই নীরব। তার তা নিয়েই উঠতে শুরু করেছে প্রশ্ন। ঘটনায় শোকপ্রকাশ করেছেন তৃণমূলের জয়ী প্রার্থী আলিফা আহমেদ। সোশ্যাল মিডিয়ায় এক ভিডিয়োবার্তায় তিনি বলেন, “এই ঘটনায় আমি মানসিকভাবে বিপর্যস্ত। মর্মাহত এবং ক্ষুব্ধ।” দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। উপনির্বাচনে জয়ী প্রার্থী বলছেন, দোষীদের কঠোরতম শাস্তির জন্য প্রশাসনের সঙ্গে আলোচনা করেছেন তিনি। তারপরও ঘটনার বেশ কয়েকঘণ্টা পরও মাত্র একজনকে পুলিশ গ্রেফতার করায় নানা প্রশ্ন উঠছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *