বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সূত্রের খবর, নতুন বছরের প্রথম দিনে রাতের তাপমাত্রা সামান্য কমলেও তাতে খুব একটা হেরফের হলো না। বছরের শুরুতে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 16.2 ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় দুই ডিগ্রি বেশি। রবিবারের চেয়ে তাপমাত্রা সামান্য নামলেও সোমবারের তাপমাত্রা হালকা শীতের শিরশিরানি দিচ্ছে ।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী,উত্তরবঙ্গের নতুন বছরের শুরুতে সান্দাকফু সহ দার্জিলিং এর উঁচু এলাকায় তুষারপাত হতে পারে, এমনকি দার্জিলিং কালিংপং এ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতায় ভোরে হালকা শীতের আমেজের এই আবহাওয়ার এমন গতিপ্রকৃতি চলবে আরো দুই দিন। এই দুইদিন কোন ভাবেই রাতের তাপমাত্রা নামবে না পরিস্থিতি বদল না হওয়া পর্যন্ত। ফের গতিপ্রকৃতি পাল্টাতে পারে ৪ঠা জানুয়ারি থেকে। বুধবার থেকে নিম্নমুখী হবে রাতের তাপমাত্রা। অন্যদিকে দিনের তাপমাত্রা একপ্রকার অস্বস্তির ই আশ্বাস দিচ্ছে। ফলে শীতে আমেজ পেতে নতুন বছরের প্রথম সপ্তাহের মাঝামাঝি সময় পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কোন গতি নেই।

একদিকে পশ্চিমী ঝঞ্ঝায় আটকে উত্তরের হাওয়া। আরেক দিকে বাংলাদেশ সংলগ্ন বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের প্রভাবে পূবালী হওয়ার দাপট। আবহাওয়া দপ্তর জানাচ্ছে ,এর জেরে বেলা গড়ালে শীতের আমেজ টুকুও থাকছে না। পাশাপাশি দিল্লির কোল্ড ওয়েভ এর সতর্কতা জারি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *