বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ডেপুটি মেয়র রঞ্জন সরকার ওয়ার্ড নং পনেরোর বয়ষ্ক মানুষদের সন্মান জানিয়ে শেষ করলেন তার ওয়ার্ড উৎসব “সুচেতনার ” তিনি জানান আমাদের এইবারের ওয়ার্ড উৎসবকে ঘিরে মানুষের আগ্রহ এবং আনন্দ ছিল দেখবার মতন। আমাদের এই পনেরো নং ওয়ার্ডে সব ধরনের মানুষের আছেন। আছেন সব বয়োসের মানুষ। তারা তাদের পছন্দের প্রতিযোগীতার কথা আমাকে জানিয়েছিলেন। আমিও তাদের কথা রাখতে চেষ্টা করে গেছি। যথেষ্ট ভালো হয়েছে এবারের ওয়ার্ড উৎসব সুচেতনা। মানুষের মনে আনন্দ দিতে পারা একটা আলাদা অনুভূতি তাই আমার চেষ্টা ছিল কিছু করার। আমি মনে করি সেটা আমি করে উঠতে পেরেছি। এইসব মানুষের মনে আনন্দ দেওয়া একটা পুন্যের কাজ। আজকে ওয়ার্ড উৎসবের শেষের দিনে ওয়ার্ডে বয়ষ্ক লোকেদের সন্মান জানানো এবং তাদের হাতে মনে রাখার মতন কিছু তুলে দেওয়া এটাই ছিল আমার একমাত্র লক্ষ্য। তারা তাদের অভিজ্ঞতার মুল্যবান পরামর্শ আমাদের দিয়েছেন। যেটা আমাদের কাছে সম্পদ হিসাবেই থাকবে। তাই আজকের ওয়ার্ড উৎসবের শেষের দিন তাদের সম্বর্ধনা দেওয়া আমার কাছে অন্যতম স্মরনীয় দিন হিসাবে জড়িয়ে থাকল বলে জানান ডেপুটি মেয়র রঞ্জন সরকার। তিনি জানান তাদের আর্শীবাদ আমাদের কাছে ভবিষ্যতের মুল্যবান পাথেয় হিসাবে পরিচিত হয়ে থাকবে।