বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: স্বশরীরে সভায় আসতে পারলেন না ঠিকই। কিন্তু গোর্খাদের উদ্দেশ্যে বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দেশের জন্য গোর্খাদের অনেক বলিদান দিতে হয়েছে। গোর্খারা ন্যায়ের অধিকার পাবেন। পাহাড়ের মানুষদের উদ্দেশ্যে বক্তব্য রাখলেন অমিত শাহ।

 

 

পাহাড়ে কয়েক দশক ধরে গোর্খাদের দাবি দাওয়া নিয়ে আন্দোলন চলছে। আলাদা রাজ্যের দাবিও একসময় উঠেছিল। রক্ত ঝরেছিল পাহাড়ে। যদিও এখন পাহাড় পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। কিন্তু গোর্খারা নিজেদের দাবি থেকে সম্পূর্ণ সরে আসেনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভা সেই কারণে এদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।

বিজেপি প্রার্থী রাজু বিস্তার সমর্থনে বক্তব্য রাখলেন অমিত শাহ। গোর্খারা ন্যায়ের অধিকার পাবেন। দার্জিলিং বহু রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে গিয়েছে। পাহাড়ের শান্তি কেবল প্রতিষ্ঠা করতে পারে বিজেপি। টেলিফোন বার্তায় এ কথাই বললেন অমিত শাহ।

এ দিন সকালেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভা ছিল দার্জিলিংয়ে। খারাপ আবহাওয়ার জন্য তিনি সেখানে পৌঁছতে পারলেন না। দীর্ঘক্ষণ অপেক্ষা করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। শেষপর্যন্ত রাজু বিস্তাকে তিনি ফোন করেন। মোবাইল ফোন সভামঞ্চের মাইকের কাছে ধরেন প্রার্থী। হোটেলের ঘর থেকে সভায় উপস্থিত সাধারণ মানুষের জন্য বার্তা দিলেন অমিত শাহ।

দার্জিলিংয়ের গোর্খা স্টেডিয়ামে এদিন সভা ছিল। শিলিগুড়িতে গতকাল রাতেই পৌঁছে গিয়েছিলেন অমিত শাহ। কিন্তু পাহাড়ে আবহাওয়া রবিবার সকাল থেকে খারাপ। সেই কারণে অমিত শাহের হেলিকপ্টার উড়তে পারল না। লেবংয়ে আবহাওয়া খারাপ থাকায় কপ্টার নামা সম্ভব হত না। দুবার সেই চেষ্টা করা হয়েছিল। সম্ভব হয়নি হেলিকপ্টার ওড়ানো। বেলা ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত হোটেলেই অপেক্ষা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
সকাল থেকে স্টেডিয়ামে প্রচুর বিজেপি কর্মী, সমর্থক, সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। গোর্খা জনমুক্তি মোর্চার নেতারাও হাজির ছিলেন। বিজেপির সঙ্গে তাদের নতুন সমীকরণ তৈরি হয়েছে পাহাড়ে। কিন্তু শেষ পর্যন্ত অমিত শাহ আসতে পারেননি। সে কারণে ক্ষমাপ্রার্থী তিনি। দেশের ইতিহাসে গোর্খাদের বড় অবদান রয়েছে। সেই বার্তা দিলেন অমিত শাহ।

বিজেপি পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা করবে। বিজেপির সঙ্গে পাহাড়ের মানুষকে থাকার আহ্বান জানালেন অমিত শাহ। রাজু বিস্তা এবারও দার্জিলিঙে বিজেপির প্রার্থী। তাঁকে ভোট দিয়ে জেতানোর আহ্বান জানালেন অমিত শাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *