বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটপর্ব শেষ। ১০২টি আসনে ভোটগ্রহণ সম্পূর্ণ হয়েছে। রাজ্যগুলির পাশাপাশি কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতেও হয়েছে ভোটগ্রহণ। তবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যে ভোট পড়েছে, তা দেখে অবাক হচ্ছেন অনেকেই। গত ১৫ বছরে কখনও এত কম ভোট পড়েনি।


গত ১৯ এপ্রিল মাত্র ৬৩.৯৯ শতাংশ ভোট পড়েছে ওই কেন্দ্র শাসিত অঞ্চলে। ২০ বছর আগে ২০০৪ সালে এই শতাংশের ভোট পড়েছিল লোকসভা নির্বাচনে(Lok Sabha Election 2024) । আন্দামানের তেলুগু দেশম পার্টির প্রেসিডেন্ট মানিকা রাও যাদব জানিয়েছেন, প্রবল গরমের কারণে কম ভোট পড়ে থাকতে পারে। তিনি বলেন, এর আগে কখনও আমরা এত গরম পড়তে দেখিনি।

উত্তর ও মধ্য আন্দামানে রয়েছে ডিগলিপুর, মায়াবন্দর ও রংঘাট। প্রায় ৭২.৮০ শতাংশ ভোট পড়েছে সেখানে। ভোটের সংখ্যা ৫৭ হাজার ৯৩৩। নিকোবরে ভোট পড়েছে ১৮ হাজার ৫০৭টি অর্থাৎ ৭২.৭৭ শতাংশ, আর দক্ষিণ আন্দামানে ভোট পড়েছে ১ লক্ষ ২৫ হাজার ২৩১টি অর্থাৎ ৫৯.৫৯ শতাংশ। এছাড়া পোর্ট ব্লেয়ারে মোট ৮১ হাজার ৫৬৩টি ভোট পড়েছে অর্থাৎ ৫৪.৫ শতাংশ।

২০০৪ সালে ভোট (Lok Sabha Election) পড়েছিল ৬৩.৬৬ শতাংশ, ২০০৯ সালে ভোট পড়েছিল ৬৪.২ শতাংশ, ২০১৪ সালে ভোট পড়েছিল ৭০.৬৬ শতাংশ, ২০১৯ সালে ভোট পড়েছিল ৬৫.১২ শতাংশ আর ২০২৪ সালে ভোট পড়েছিল ৬৩.৯৯ শতাংশ।

উল্লেখ্য, এবছরই প্রথম, আন্দামান ও নিকোবরে শম্পেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন ভোট দিয়েছেন। শুধু তাই নয়, ভোট দিয়ে সেলফিও দিয়েছেন তাঁরা। আন্দামানে একটি মাত্র লোকসভা আসন (Lok Sabha Election 2024) রয়েছে। প্রথম দফাতেই সেখানে ভোট হয়ে যাওয়া আর কোনও ভোট বাকি নেই। আন্দামানের মানুষ কাকে নিরাচিত করলেন তা জানার জন্য আগামী ৪ জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে। গোটা দেশের সমস্ত আসনে সেদিনই ফল ঘোষণা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *