বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ভারতে শুরু হল লোকসভা নির্বাচন। ২৮টি রাজ্য ও ৮টি কেন্দ্রশাসিত অঞ্চলে দেশজুড়ে মোট ৭ দফায় ভোট হবে। প্রথম দফা শুরু এদিন শুক্রবার ১৯ এপ্রিল।
নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, প্রথম দফায় মোট ১৬.৬৩ কোটি ভোটার ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন। মোট ১.৮৭ লক্ষ পোলিং স্টেশন তৈরি করা হয়েছে। সবমিলিয়ে মোট ১৮ লক্ষ নিরাপত্তাবাহিনী নামানো হয়েছে। দেশবাসীকে ভোটদানের আরজি প্রধানমন্ত্রী মোদীর।
মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কংগ্রেস নেতা কমলনাথ ভোট দিলেন নিজের কেন্দ্রে।
চেন্নাইয়ে ভোট দিলেন অভিনেতা রজনীকান্ত।
শীতলকুচিতে বিজেপির পোলিং এজেন্টকে অপহরণের অভিযোগ। ২২১ নম্বর বুথের পোলিং এজেন্ট বিশ্বনাথ পালকে অপহরণেরক অভিযোগ। রিপোর্ট তলব করল কমিশন
জলপাইগুড়িতে ভোট দিলেন সিপিএম প্রার্থী দেবরাজ বর্মন।
কোচবিহারে ফের অশান্তি, একাধিক জায়গা থেকে অশান্তির খবর শোনা যাচ্ছে। কোচবিহারের চান্দামারিতে বিজেপির বুথ সভাপতিকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ।
ডাবগ্রাম-ফুলবাড়িতে বিজেপির বুথ অফিসে হামলার অভিযোগ, ভেঙে দেওয়া হয়েছে বুথ অফিস।
কোথাও অশান্তি হলে রোখার দায় কমিশনের। প্রথম দফার ভোটের দিন শান্তিপূর্ণ নির্বাচন প্রার্থনা করে কালীঘাটে পুজো রাজ্যপাল সিভি আনন্দ বোসের।