বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বৃহস্পতিবার আইপিএলের ম্যাচে ঘরের মাঠে পাঞ্জাব কিংস মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্সের। প্লে-অফের লড়াইয়ে টিকে থাকার জন্য দুটি দলের কাছেই জয় একান্ত প্রয়োজনীয়। কারণ লিগ টেবলের তলানিতে রয়েছে পাঞ্জাব এবং মুম্বই।

শেষ দুই ম্যাচে জয় নেজই পাঞ্জাব দলের। তার উপর চোটের জন্য এই ম্যাচে খেলতে পারবেন না অধিনায়ক শিখর ধাওয়ান। বেয়ারস্টো রান পাচ্ছে‌ন না, বিশেষ করে মুলানপুরে যেখানে তাঁর স্কোর ৯, ০ এবং ১৫। ফলে মুম্বইয়ের বিরুদ্ধে তঁার পরিবর্তে দক্ষিণ আফ্রিকার ব্যাটার রাইলি রুশোকে খেলানোর কথা বিবেচনা করতে পারে পাঞ্জাব।

শশাঙ্ক সিং এবং আশুতোষ শর্মা ব্যাট নিচের অর্ডারে কার্যকরী ভূমিকা নিতে পারছেন, তাই ইমপ্যাক্ট প্লেয়ারের কৌশল একই হবে বলে আশা করা হচ্ছে। আশুতোষেৱ সঙ্গে অর্শদীপ সিং বা প্রভসিমরান সিংয়ের মধ্যে একজনকে অদলবদল করা হবে।
বুমরাহের সাথে, জেরাল্ড কোয়েটজিই একমাত্র মুম্বই বোলার যার চলতি আইপিএলের ডেথ ওভারে দশ সাব-টেন ইকোনমি রেট রয়েছে। এই পর্বে মুম্বই তৃতীয়-সবচেয়ে ব্যয়বহুল দল। যেহেতু তারা খুব বেশি স্পিন ব্যবহার করেনি, ফলে মুম্বই দল মহম্মদ নবীর পরিবর্তে শ্রীলঙ্কান পেসার নুয়ান তুষারাকে এই ম্যাচে ব্যবহার করতে পারে। প্রথম অ্যাওয়ে ম্যাচে জয়ের সন্ধানে হার্দিক ব্রিগেড।

টস জয়ী দলগুলি মুল্লানপুরে তাড়া করার সিদ্ধান্ত নিয়েছে এবং এই মরশুমে তিনটি খেলার মধ্যে দুটি জিতেছে। এই মাঠের পিচগুলি মূলত ব্যাটিং-বান্ধব হয়েছে এবং বৃহস্পতিবার সন্ধ্যার খেলায় এই প্রবণতা অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।
এখনও পর্যন্তে দুই দল আইপিএলের ইতিহাসে ৩১ বার পরস্পরের মুখোমুখি হয়েছে। এরমধ্যে ১৬ বার জিতেছে মুম্বই এবং ১৫ বার জয় পয়েছে পাঞ্জাব। ফলে দুই দলের মধ্যে তীব্র লড়াই হয়। বর্তমানে ৬ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে আছে পাঞ্জাব দল। অন্যদিকে ৬ ম্যাচে ৪ পয়েন্টে থাকলেও রান রেটে পিছিয়ে ৯ নম্বরে হার্দিক পাণ্ডিয়ার দল।

মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য দল- ঈশান কিষাণ (উইকেটকিপার), রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), তিলক বর্মা, টিম ডেভিড, মহম্মদ নবি অথবা নুয়ান তুষারা, রোমারিও শেফার্ড, শ্রেয়স গোপাল, জসপ্রীত বুমরাহ, জেরাল্ড কোয়েটজি, আকাশ মাধওয়াল।

পাঞ্জাব কিংস- অথর্ব তাইড়ে, জনি বেয়ারস্টো অথবা রাইলি রুশো, প্রভসিমরণ সিং, স্যাম কারান (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, শশাঙ্ক সিং, জিতেশ শর্মা (উইকেটকিপার), হরপ্রীত ব্রার, হর্ষল প্যাটেল, কাগিসো রাবাডা, অর্শদীপ সিং, আশুতোষ শর্মা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *