বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:ভোট ময়দানে রামনবমীতেও রাজনীতির ছোঁয়া। সকাল থেকে একদিকে যেমন বিশ্বহিন্দু পরিষদ রামনবমীর মিছিল করছে একাধিক জায়গায়। বিজেপির নেতা কর্মীরাও মিছিল করছেন বিভিন্ন জায়গায়। তাতে পিছিয়ে থাকতে রাজি নয় তৃণমূল কংগ্রেসও।

সকাল থেকে বিজেপির পাশাপাশি পাল্লা দিয়ে রামনবমীর মিছিল করছে তৃণমূলও। হাওড়ায় প্রসূন মুখোপাধ্যায়ের রামনবমীর মিছিলে দেখা গিয়েছে যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষকে। আবার ঘাটালের তৃণমূল প্রার্থী অভিনেতা দেবের মুখে শোনা গিয়েছে জয় শ্রীরাম স্লোগান। অভিনেতা দেব এদিন সকালে একেবারে গেরুয়া পাঞ্জাবি পরে হাজির হয়ে গিয়েছিলেন রাম মন্দিরে সেখানে পুজো দিয়ে জয় শ্রীরাম স্লোগান তুলে প্রচার সারেন।

রামনবমীতে প্রচারের ময়দানে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেসও। সকাল থেকে রাজ্যের একাধিক জায়গায় রামনবমীর মিছিল শুরু করেছেন তৃণমূল কংগ্রেস নেতাকর্মীরা। গতকাল বালুরঘাটে নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে নরেন্দ্র মোদী অভিযোগ করেছিলেন বাংলায় রামনবমী করতে গেলে কোর্টের অনুমতি লাগে। তৃণমূল কংগ্রেস রামনবমী না করতে দেওয়ার চক্রান্ত করছে। সেকারণে আদালতের অনুমতি নিতে হয়েছে।

কিন্তুু রামনবমী বাংলায় যেন রাজনীতির ময়দানে পরিণত হয়েছে। বিজেপি নেতাকর্মীরা একদিকে যেমন সকাল থেকে রামনবমীর মিছিল শুরু করে দিয়েছেন। ঠিক তেমনই ময়দানে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেসও। জেলায় জেলায় তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরাও মিছিল শুরু করে দিয়েছিলেন সকাল থেকে। তাতে সামিল হয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরাও। সকাল সকাল অভিেনতা দেব পৌঁছে গিয়েছিলেন ঘাটালে।
সেখানে নির্বাচনী প্রচার শুরু করার আগে একেবারে গেরুয়া পোশাক পরে তিনি চলে গিয়েছিলেন ঘাটালের রাম মন্দিরে। সেখানে পুজো দিয়ে প্রচার শুরু করেন। প্রচার মঞ্চ থেকে জয় শ্রীরাম স্লোগান দিয়েছেন অভিনেতা দেব। এই কেন্দ্রে তার প্রতিপক্ষ বিজেপির তারকা প্রার্থী হিরণ। গত কয়েকদিন ধরেই খবরের শিরোনামে রয়েছেন হিরণ। বিজেপি প্রার্থী দেবের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন। তিনি অভিযোগ করেছেন দেব ঘাটালে একাধিক নিয়োগ দুর্নীতিতে যুক্ত রয়েছেন। সেকারণে ঘাটালের একাধিক সংগঠনের পদ থেকে তিনি ইস্তফা দিয়েছিলেন।

আবার ঘাটালে প্রচারে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় হিরণকে নিশানা করে বলেছিলেন, তৃণমূল কংগ্রেসে যোগ দিতে এসেছিলেন বিজেপি প্রার্থী। কিন্তু তিনি দরজা বন্ধ করে দিয়েছিলেন। অভিষেকের ক্যামাকস্ট্রিটের অফিসে হিরণ যে গিয়েছিলেন তার সিসিটিভি ফুটেজও প্রকাশ করতে পারেন বলে হুমকি দিয়েছিলেন। তার পাল্টা জবাবে হিরণ দাবি করেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিকবার তাঁকে ফোন করে ডেকেছিলেন। িতনি পার্টির অনুমতি নিয়েই সেখানে গিয়েছিলেন। অভিষেক সিসিটিভি প্রকাশ করলে তিনিও প্রমাণ পেশ করবেন।

পাল্টা অভিষেককে নিশানা করে হিরণ দাবি করেছিলেন ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে প্রশান্ত কিশোরের সঙ্গে শুভেন্দু অধিকারীর কাছে গিয়েিছলেন অভিষেক। সেই সিসিটিভি ফুটেজ প্রকাশ করতে পারেন বলে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন হিরণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *