বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: যা আশঙ্কা করা হচ্ছিল সেটাই সত্যি হল। সোমবার বাজার খুলতেই হু হু করে নামতে শুরু করে শেয়ার বাজারের সূচক। দালাল স্ট্রিটে রক্তক্ষরণ শুরু হয়ে যায়। একাধিক কোম্পানির শেয়ারের দাম হু হু করে কমতে শুরু করেছে। ইরান-ইজরায়েলের যুদ্ধের জেরেই এই পরিস্থিতি বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

গতকাল থেকে ইজরায়েলের উপর ক্ষেপণাস্ত্র হানা শুরু করেছে ইরান। তারপরেই আশঙ্কা করা হচ্ছিল মধ্য প্রাচ্যের অস্থিরতার প্রভাব পড়বে বলে। সেটাই সত্যি হল। যদিও অপরিশোধিত তেলের দাম অনেকটাই কমে গিয়েছে। তকারপরেও শেয়ার বাজারে এই ধস যথেষ্ট উদ্বেগ তৈরি করেছে বিনিয়োগকারীদের মধ্যে।

বাজার খোলার আগে থেকেই এই নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। বিনিয়োগকারীরা আশঙ্কা করছিলেন। অর্থনীতিবিদরাও আশঙ্কার কথা শুনিয়েছিলেন। সেকারণে বিনিয়োগকারীদের সতর্ক হয়ে বিনিয়োগের পরামর্শ দিয়েছিলেন অর্থনীতিবিদরা। শেয়ার বাজারের পাশাপাশি নিফটিতেও ধস নেমেছে।

সোমবার বাজার পড়তেই ধাপে ধাপে নামতে শুরু করে সূচক। সকাল ১১টার মধ্যে শেয়ার বাজার ৬০০ পয়েন্ট পড়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে নিফটিতেও ধাক্কা এসেছে। নিফটি ২২,৪০০ গিয়ে নেমেছে বলে জানা গিয়েছে। শুধু ভারতই নয় জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, হংকংয়েও শেয়ার বাজারে পতন দেখা গিয়েছে।
তবে এই মন্দার বাজারেও ONGC, হিন্ডালকো, নেসলে ইন্ডিয়া, রিলায়েন্স, NTPC-র শেয়ারের দর চড়েছে। অন্যদিকে শ্রীরাম ফিনান্স, টাট কনজিউমার্স, আইসিআইসিআই ব্যাঙ্ক, আদানি এন্টারপ্রাইস, হিন্দুস্তান ইউনিলিভারের শেয়ারের দাম পড়েছে। গত সপ্তাহে চাঙ্গা ছিল শেয়ার বাজার। প্রায় প্রত্যেকটি শেয়ারের দাম উর্ধ্বমুখি ছিল। রেকর্ট উচ্চতায় পৌঁছে গিয়েছিল শেয়ার বাজার। সেই ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই ফের রক্তক্ষরণ শুরু হয়ে গিয়েছে দালাল স্ট্রিটে।

একের পর এক শেয়ারের দাম হু হু করে কমতে থাকায় বিনিয়োগকারীদের বিপুল ক্ষতির মুখে পড়তে হয়েছে। মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ইরান গতকাল থেকে ইজরায়েলের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। এদিকে যুদ্ধ থেকে বিরত থাকার জন্য ভারত ইরান এবং ইজরায়েল বিদেশমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *