বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:দাড়িভিট মামলায় শেষপর্যন্ত আদালতে হাজিরা দিলেন রাজ্যের তিন গুরুত্বপূর্ণ পদাধিকারী। ভার্চুয়াল মাধ্যমে কলকাতা হাইকোর্টে হাজির হলেন রাজ্যের দিলেন মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, এডিজি সিআইডি।

দাড়িভিট মামলায় ক্রমাগত চাপ বাড়ছিল রাজ্য সরকার ও প্রশাসনের উপর৷ এর আগেই কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবদের তলব করেছিলেন। কিন্তু তাঁরা যাননি। আদালত অবমাননার অভিযোগ আনা হতে পারে। এই কথাও শোনা গিয়েছিল।

আজ সোমবার কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলার শুনানি ছিল৷ সকালের শুনানিতে জানা যায়, মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবরা হাজিরা দেবেন। নির্দিষ্ট সময়ে তাঁরা ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত হয়েছিলেন।

চেয়ারের সম্মান রাখতে হবে। এই কথা বলেন বিচারপতি রাজাশেখর মান্থা। মুখ্যসচিবরা এর আগে আদালতের ডাকে সাড়া দেননি বলে ক্ষোভ প্রকাশ করেছিলেন বিচারপতি। এদিন বিচারপতি রাজাশেখর মান্থা বলেন, “আপনাদের উচিত রাজ্যের এজির সঙ্গে কথা বলা। উনি আইন জানেন। আমরা জানি, আপনাদের ওপর চাপ থাকে। তবে চেয়ারের সম্মান রাখতে হবে।”
দাড়িভিটে গুলিতে ছাত্রের মৃত্যু হয়। সেই ঘটনায় উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরে এখন ওই ঘটনার তদন্ত করছে এনআইএ। রাজ্যের তরফে এদিন জানানো হয়েছে, এনআইএকে অনেক তথ্য হস্তান্তর করা হয়েছে।

এদিন আদালতে বিচারপতি জানান, কোর্ট যখন রুল জারি করেছে, তখন আপনাদের হাজির হয়ে বক্তব্য জানানো বাধ্যতামূলক। তবে এই মামলায় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ আর আদালত অবমাননার মামলায় এগোবে না। সতর্ক করে দেওয়া হল এবার৷

প্রথমে দাড়িভিটের ছাত্র মৃত্যুর ঘটনায় সিআইডি তদন্ত চলছিল৷ পরে বিচারপতি রাজাশেখর মান্থা এনআইএ তদন্তের নির্দেশ দেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *