বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: গতকাল থেকে ফের যুদ্ধের দামামা বেজে গিয়েছে মধ্যপ্রাচ্যে। ইজরায়েলের উপরে েক্ষপণাস্ত্র বর্ষণ শুরু করে দিয়েছে ইরান। গত কয়েকদিন ধরেই দুই দেশের মধ্যে প্রবল উত্তেজনা তৈরি হয়েছিল। সেই পরিস্থিতিতে ভারতীয়দের এই দুই দেশের সফর এড়িয়ে চলার নির্দেশিকা জারি করেছিল বিদেশমন্ত্রক।

কিন্তু ইরানে ১৭ জন ভারতীয় আটক হওয়ার ঘটনায় বেশ উদ্বেগে রয়েছে বিদেশমন্ত্রক। যদিও সেদিনের পর থেকে ইরানের সঙ্গে দফায় দফায় আলোচনা করছে বিদেশমন্ত্রক। কীভাবে সেই ১৭ জন ভারতীয়কে ফিরিয়ে আনা যায় তা নিয়ে আলোচনা চলছে। সেই সঙ্গে এই যুদ্ধের আবহে মধ্যপ্রাচ্যে বসবাসকারী ভারতীয়দের নিয়েও উদ্বেগে রয়েছে বিদেশমন্ত্রক।

ইরানের হাতে কয়েকদিন আগে এক ইজরায়েলি জাহাজ আটক হয়েছিল। তাতে ১৭ জন ভারতীয় ছিল। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ইরানের সঙ্গে যোগাযোগ করে বিদেশমন্ত্রক। তারমধ্যেই আবার গতকাল থেকে ইজারায়েলে ক্ষেপণাস্ত্র বর্ষণ শুরু করে দিয়েছে ইরান। তাতে আরও উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। আগে থেকেই বিদেশমন্ত্রক ভারতীয়দের ইরান এবং ইজরায়েল এড়িয়ে চলার পরামর্শ দিয়েছিল। গতকাল থেকে আবার তেল আবিবি থেকে বিমান পরিষেবা বন্ধ করে দিয়েছে এয়ার ইন্ডিয়া। কবে থেকে এই পরিষেবা চালু হবে তা নিয়ে শঙ্কা রয়েছে।

বিদেশমন্ত্রী জয়শঙ্কর ইরানে আটক ভারতীয়দের ফেরাতে নিজে ফোন করেন সেদেশের বিদেশমন্ত্রীকে। জয়শঙ্করের ফোন পাওয়ার পর ভারতীয় হাইকমিশনের প্রতিনিধিদের সঙ্গে ১৭ জন ভারতীয়কে কথা বলার অনুমতি দিয়েছে ইরান সরকার। ইরানের বিদেশমন্ত্রী আমির আবদোল্লাহিয়ানিকে ফোন করেছিলেন এস জয়শঙ্কর। তাতে সেখানে বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা নিয়ে কথা হয়েছে বলে জানা গিয়েছে।

ইরানের বিদেশমন্ত্রীর সঙ্গে ফোনালাপে জয়শঙ্কর যুদ্ধ থেকে বিরত হওয়ার অনুরোধ জানিয়েছেন এবং আলোচনার মাধ্যমে যাতে সমস্যা সমাধান করা যায় সেদিকে নজর দিতে অনুরোধ জানিয়েছেন। শুধু ইরানের বিদেশমন্ত্রীই নয় জয়শঙ্কর ফোনে কথা বলেছেন ইজরায়েলের বিদেশমন্ত্রীর সঙ্গেও। তাঁকেও একইভাবে যুদ্ধ থেকে বিরত থাকা অনুরোধ জানিয়েছেন তিনি। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের অনুরোধ জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *