বেঙ্গল ওয়াচ নিউজ ডেক্স: সকালে হায়দারপাড়া মাছের বাজারে প্রচার করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। স্থানীয় কাউন্সিলারকে সাথে নিয়ে আজ সকালে তিনি পৌছে যান হায়দারপাড়া মাছের বাজারে।
আজ সকালে তিনি বাজারে গেলে তুমুল হৈচৈ পড়ে যায়। মাছের বাজারের বিক্রেতারা মেয়রের সাথে ছবি তুলবার আবদার করেন। মেয়র মেনে নেন সেই আবদার।মেয়র জানান আমি এর আগেও বাজারে এসেছি। ওদের সাথে আগেও কথা হয়েছে আমার। ওদের কাছে অনুরোধ করলাম যেন এবারের ভোটটা তৃণমূলকেই দেয়। মেয়র হায়দারপাড়াতে গিয়ে মাছের দামও জিঞ্জাসা করে একদিন বাজারে এসে মাছ কিনবেন বলে কথা দেন। মেয়র জানান এই গরমের মধ্যে লড়াই করছে ওরা। আজকে ওদের সাথে কথা বললাম। একেবারেই সময় পাই না বলে মাছ কেনা হয় না। ভোটটা চলে গেলে আসবো বাজারে, মাছ কিনবো বলে জানালেন মেয়র।