বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:নিজের বাড়িতেই গুরুত্বপূর্ণ বৈঠক করলেন বিধায়ক নিজেই। আজ সকালেই তিনি বৈঠক ডাকলেন বিজেপীর কর্মীদের নিয়ে।
জানালেন শরীর এবং মন কোনটাই ভালো নেই। শরীর খারাপ থাকলে ভালো লাগে না। তাই আজকে বাড়িতেই বৈঠক করলাম। দলের কাজ ঠিকমত করতে হবে। তাই একটু সময় নিয়েই ঘরেই বৈঠক করে নিলাম। আমাদের দলকে সবাই বিশ্বাস করে, এবং সেই মর্যাদা আমরা রেখে দেবো। তৃণমূল কংগ্রেস এর অপশাসন চলছে তাই আমাদের দরকার সেই অপশাসনের সমাপ্তি ঘটিয়ে দেওয়া। এদিন বিধায়কের সাথে উপস্থিত ছিলেন বিজেপীর মন্ডল সভাপতি এবং সদস্যরা।