বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: প্রচার জোরকদমে শুরু করলেন বিধায়ক শঙ্কর ঘোষ। আজ শিলিগুড়িতে তিনি বিজেপীর কর্তাদের সাথে আলোচনা করলেন কিভাবে নির্বাচনী প্রচার আরো জোরালো করা যায়।
বিধায়ক এদিন শিলিগুড়ির প্রতিটি ওয়ার্ডের বুথ সভাপতিদের সাথে সাথে আলাদাকরে আলোচনা করেন। বিধায়ক পরে সাংবাদিকদের জানান সামনের নির্বাচনে বিজেপীর কাছে এক কঠিন পরিক্ষা।এই পরিক্ষায় আমাদের জিতে আমাদের দেশকে নিরাপদ তৈরী করে তুলতে হবে। বিধায়ক এদিন আরো জানান আমাদের কাজ আমাদের দেশের মানুষের কাজ সহজ তৈরী করে দেওয়া। আমাদের প্রার্থী রাজু বিস্তা এই দার্জিলিং এর লোকসভার জন্য অনেক কিছু করেছেন। তাই এবারেও তিনি জীতবেন এই আশা রাখছি। নির্বাচন নিয়ে আমাদের একটা আলাদা পরিকল্পনা আছে আমাদের সেটাকে বাস্তবায়ন করে তুলতে হবে।