বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:অন্যান্য জায়গার মত শিলিগুড়িতেও শুরু হয়েছে সরস্বতী পূজোর। আজ সকাল থেকেই শিলিগুড়ির অলিতে গলিতে শুরু দেবী সরস্বতীর আরাধনা। বাড়িতেও শুরু হয়ে গেছে দেবী সরস্বতীর আরাধনা। ঠাকুর মশাইকে ধরতে ঘুরছেন ছোট ছোট ছেলেমেয়েরা।
জায়গায় জায়গায় দেখা যাচ্ছে ছোট ছোট মেয়েদের শাড়ি পড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে। সকাল থেকেই উপচে পড়া ভীড় লেগে গেছে ফুল এবং মিষ্টির দোকানে। পূজোর সকালে বিদ্যার দেবীর পূজোর জন্য এক জায়গা থেকে অন্য দিকে ভীড় করছেন সাধারন মানুষ থেকে ইষ্কুলের ছাত্রছাত্রীরা। কোন কোন জায়গাতে শুরু হয়ে গেছে খিচুড়ি রান্না। একই দিনে প্রথমে পূজো এবং পরে প্রসাদের জন্য গোটা শহর জুড়েই একটা আলাদা উন্মাদনা আজ সকাল থেকেই ছড়িয়ে পড়েছে। আর এর মধ্যে আগামীকাল থেকে উচ্চমাধ্যমিক তাই আজকে বেশীরভাগ উদ্যেক্তারাই বাড়তি সতর্ক। যাতে কোনভাবেই কারো পড়াশোনার বিঘ্ন না ঘটে। দেবীর কাছে একটাই প্রার্থনা করছেন সবাই আমাদের বিদ্যা দাও বুদ্বি দাও মা।