বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: সামনেই লোকসভা নির্বাচন। প্রথম দফার নির্বাচন আগামী ১৯ এপ্রিল হবে। নির্বাচন হবে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি। একেবারে জোর কদমে চলছে প্রচার। মাটি কামড়ে পড়ে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(west bengal CM)।

প্রচার সেরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM modi)। তবে তাৎপর্যপূর্ণ ভাবে তৃণমূল সুপ্রিমোর উত্তরবঙ্গ সফরের মধ্যেই বড় ধাক্কা শাসকদলে। তৃণমূল কংগ্রেস (TMC) দল ছাড়লেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি কবিতা বর্মন।

শুধু কবিতা বর্মন নয়, ভোটের মুখে (Lok Sabha Election 2024) আজ দল ছাড়লেন হেমতাবাদ ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতি প্রফুল্ল বর্মন, রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ-সভাপতি মৌসুমী রায়চৌধুরী সিংহ, সহ আরও অনেকে। বিজেপিতে যোগদান করে।

শনিবার বিজেপির প্রতিষ্ঠা দিবসের দিনেই তৃণমূলের এই নেতৃত্বরা পৌঁছে যান বিজেপি পার্টি অফিসে। জেলা পার্টি অফিসে গিয়ে তারা সদল বলে বিজেপিতে যোগদান করেন। তাদের হাতে বিজেপির পতাকা তুলে দেন উত্তর দিনাজপুর জেলা বিজেপির সভাপতি বাসুদেব সরকার, রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের (Lok Sabha Election 2024) বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল।
বাসুদেববাবু জানান, বিজেপি বর্তমানে সর্ববৃহৎ দল। এই দলে সামিল হলেন তৃণমূল ছেড়ে আসা জেলার রাজনীতির একাধিক পরিচিত মুখ। তাদের দলে সম্মানের সাথে স্বাগত জানিয়েছেন তিনি। দলের নির্দেশেই তারা কাজ করবেন বলে জানিয়েছেন বাসুদেব সরকার। উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই সভার আগে তৃণমূলে ভাঙন বড় ধাক্কা হিসাবেই দেখা হচ্ছে। যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

জেলা তৃণমূল নেতার দাবি, উত্তরবঙ্গের মানুষ উন্নয়ন কাকে বলে দেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক কল্যাণমুখী প্রকল্পের সুযোগ পান মানুষ। অন্যদিকে বিজেপি সরকার কীভাবে বাংলার বকেয়া থেকে বঞ্চিত করছে তাও স্পষ্ট। কে কোথায় গেল তাতে কিছু যায় না।

উত্তরবঙ্গের প্রত্যেক আসনেই (Lok Sabha Election 2024) এবার তৃণমূল অনেক ভালো ফল করবে বলেও দাবি জেলা তৃণমূল নেতৃত্বের। যদিও বিজেপির দাবি, একের পর এক কেলেঙ্কারি। অতিষ্ঠ হয়ে গিয়েছে মানুষ। আর সেই কারণেই দলে দলে তৃণমূল ছেড়ে বিজেপিতে মানুষ আসছেন বলে পালটা দাবি। ভোটের মুখে (Lok Sabha Election 2024) একাধিক নেতা-করমীর বিজেপি যোগ বাড়তি সুবিধা দেবে বলেই মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *