বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: কয়েকদিন থেকেই ঘোষণা ছিল যে শনিবার রাত থেকে শুরু হবে ঝড় বৃষ্টি। অবশেষে বৃষ্টির দেখা মিললো রবিবার সকালে। সকাল থেকেই দক্ষিণবঙ্গের মুখ ভার। তার পরেই শুরু হয় বৃষ্টি।
রবিবার সকালে হাওয়া অফিস তার ফোরকাস্টে বলেছে, রবিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে।কালবৈশাখীর পূর্বাভাসও রয়েছে দক্ষিণবঙ্গে। কালবৈশাখী হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। হওয়ার গতিবেগ হতে পারে ঘন্টায় ৬০ কিলোমিটার। জারি হয়েছে হলুদ সতর্কতা। এরপর সোমবারও দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন ঝোড়ো হওয়ার গতিবেগ কিছুটা কমলেও কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইবে দমকা হাওয়া। একইসঙ্গে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। রবিবার ঝড়বৃষ্টির পর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৩ থেকে ৪ ডিগ্রি মতো তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। প্রবল গরম থেকে মানুষ কিছুটা স্বস্তি পাবে ধরে নেওয়া হচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। যার জেরে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু ঢুকছে বায়ুমণ্ডলে। এর প্রভাবেই রাজ্যেও বৃষ্টির সম্ভাবনা। আজ দক্ষিণবঙ্গের যে সাত জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে, সেখানে কমলা সতর্কতা জারি হয়েছে।
বৃষ্টি হবে উত্তরবঙ্গতেও। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, আজ থেকে মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। এর মধ্যেই উত্তরের উপরের দিকের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে অধিক বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আলিপুরদুয়ার, কোচবিহারেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা।