বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: গ্রীষ্মের প্রবল দাবদাহে তপ্ত উত্তর থেকে দক্ষিণ, পশ্চিম থেকে পূর্ব – সব এলাকার মানুষ। শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশের বেশিরভাগ রাজ্যেই গ্রীষ্মের প্রবল দাবদাহে মানুষ ইতিমধ্যে দীর্ঘশ্বাস ফেলতে শুরু করে দিয়েছে। তার মধ্যে চলছে জোর-কদমে লোকসভা নির্বাচনের প্রচার। এপ্রিলের শুরুতেই যে গরম অনুভূত হচ্ছে তাতে প্রায় সব দলের সিংহভাগ নেতা-নেত্রীরাই তাঁদের নির্বাচনী প্রচারের সময়ে হেরফের ঘটিয়েছেন।
ইতিমধ্যে বাংলায় বিভিন্ন জেলায় তাপমাত্রা কোথাও ৪০ ডিগ্রি পেরিয়েছে, কোথাও চল্লিশ ছুঁই ছুঁই। সকাল একটু পেরোতে না পেরোতেই আর রাস্তায় পা রাখা যাচ্ছে না। রোদের প্রবল তেজে অসুস্থ হয়ে পড়ছেন মানুষ। আর সেই কথা মাথায় রেখেই নির্বাচনী প্রচারের সময়ে বদল এনেছেন নেতা-নেত্রীরা।
দল এবং নেতা-নেত্রীদের তরফে দলের সাধারণ কর্মী-সমর্থকদের স্বাস্থ্যের প্রতি বিশেষ খেয়াল রাখতে বলা হয়েছে। বিশেষ করে যারা বাইরে বেরিয়ে প্রচারের কাজ করছেন। গ্রীষ্মের দাবদাহ থেকে কর্মী-সমর্থকদের বাঁচাতে দলগুলিও নানা পরিকল্পনা করেছে। সকাল ১১ টা থেকে বিকেল ৪টে পর্যন্ত যে সময়ে রোদের তেজ সবচেয়ে বেশি থাকে সেই সময় কোনও ধরনের জনসভা করতে নিষেধ করা হয়েছে। মাঝের সময়ে কোনও কোনও জায়গায় অভ্যন্তরীণ বৈঠক সারা হচ্ছে ঠিকই, তবে সেখানেও দলীয় কর্মীদের স্বাস্থ্যের প্রতি বিশেষ খেয়াল রাখতে বলা হয়েছে।
এছাড়া দলীয় কর্মীদের সকালবেলা বেরোলে টুপি, সান গ্লাস, ছাতা এবং জলের বোতল সঙ্গে রাখতে নেতৃত্ব নির্দেশ দিয়েছে। কিছু জায়গায় প্রকাশ্য জনসভা হলেও চেষ্টা করা হচ্ছে যেন মাথার উপর ছাদ থাকে এবং ফাঁকা থাকা অনুষ্ঠান বাড়ি, সরকারি ভবন, অথবা নানা হলগুলিকে ছোট ছোট মিটিংয়ের জন্য ব্যবহার করা হচ্ছে। যাতে সরাসরি সূর্যের তাপ থেকে দলীয় নেতা-কর্মীদের রক্ষা করা যায়।
দলীয় নেতৃত্ব জনসভার আয়োজন করলে সেখানে জল, ওআরএস অথবা নুন-চিনির জল, ফলের রস, লেবুর রস, শরবত, ঘোল ইত্যাদির ব্যবস্থা রাখা হচ্ছে যাতে শরীর আর্দ্র রাখা যায়। এছাড়া শহর এলাকায় কিছু কিছু জায়গায় ঘরের মধ্যে হওয়া বিভিন্ন বৈঠকগুলিতে এসি এবং কুলারের ব্যবস্থাও রাখা হচ্ছে।
যতদিন যাবে প্রচারের গরম যেমন বাড়বে, তেমনই ভোটের উত্তাপ আরও বৃদ্ধি পাবে। এই অবস্থায় আগামী দিনে কি পরিস্থিতি তৈরি হয়, সেদিকে সকলে নজর থাকবে।