বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: শনিবার বৃষ্টির পূর্বাভাস ছিল। শেষ রাত থেকেই প্রবল কুয়াশায় দেখছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা। আর সকলে থেকেই মৃদু বৃষ্টিপায়।

 

শনিবার সকাল থেকে তো দক্ষিণবঙ্গে চেহারাটাই পাল্টে গেল। ঘুম থেকে উঠে বাইরের দৃশ্য দেখলে বর্ষাকাল বলে ভুল হবে। একটানা বৃষ্টি পড়েই চলেছে। রোদের দেখা নেই। কুয়াশায় ঢেকেছে সকাল। কলকাতা, মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই একই ছবি। সেই সঙ্গে বেড়েছে তাপমাত্রাও। রাত থেকেই নিম্নচাপের বৃষ্টি শুরু হয়েছে শহরে। আজ, শনিবারও সারা দিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দিনের তাপমাত্রা একটু কম থাকলেও, বাড়বে রাতের তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর বলছে, এখনই শীত ফেরার সম্ভাবনা কম। এমনকী ২৫ ডিসেম্বর অর্থাৎ বড়দিনেও জাঁকিয়ে শীত পড়ার কোনও আশা নেই। নিম্নচাপ আর ঝঞ্ঝার জেরে কুপোকাতই শীত। আজ আলিপুর আবহাওয়া অফিস সকালের বুলেটিনে জানিয়েছে,
দক্ষিণবঙ্গের ১০টি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে।
আপাতত নিম্নচাপ অবস্থান করছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে। পরবর্তীতে এটি দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল এলাকায় অবস্থান করবে। এদিকে, আগামী ২৭ ডিসেম্বর উত্তর-পশ্চিম ভারতে ঢুকবে ঝঞ্ঝা। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শনিবার দক্ষিণবঙ্গে দৃশ্যমানতাও বেশ কম।

অন্যদিকে উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পং-এ শনিবার বৃষ্টি ও তুষারপাতের সামান্য সম্ভাবনা। সিকিমে তুষারপাতের পূর্বাভাস। তার প্রভাব পড়তে পারে সংলগ্ন উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *