বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আইপিএলে হায়দরাবাদের উপ্পলে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে দাপুটে জয় সানরাইজার্স হায়দরাবাদের। পরাস্ত চেন্নাই সুপার কিংস।

ম্যাচ দেখতে হাজির ছিলেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। ছিলেন কয়েকজন নামজাদা অভিনেতাও। গুরুত্বপূর্ণ এই ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় বড় লাফ প্যাট কামিন্সের সানরাইজার্সের।

জয়ের জন্য ১৬৬ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন সানরাইজার্স ব্যাটাররা। ৩.৩ ওভারেই ৫০ রান এসে যায়। পাওয়ারপ্লে-র ৬ ওভারে স্কোর ছিল ১ উইকেটে ৭৮। ১০০ রান এসে যায় নবম ওভারের পঞ্চম বলেই।
তিনটি চার ও চারটি ছয়ের সৌজন্যে ১২ বলে ৩৭ রান করেন ওপেনার অভিষেক শর্মা। তিনটি চার ও একটি ছয় দিয়ে সাজানো অপর ওপেনার ট্রাভিস হেডের ২৪ বলে ৩১ রানের ইনিংস। হেড নামেন ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে। চারটি চার ও একটি ছয়ের সাহায্যে ৩৬ বলে ৫০ রান করেন এইডেন মার্করাম।

বাংলার অলরাউন্ডার শাহবাজ আহমেদ বল হাতে ঋতুরাজ গায়কোয়াড়ের উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ১৮ রান করলেন ১৯ বল খেলে। চার উইকেট হারিয়ে শেষমেশ ১৮.১ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় সানরাইজার্স। ছক্কা মেরে ম্যাচ জেতান নীতীশ কুমার রেড্ডি। ৮ বলে ১৪ রানে অপরাজিত থাকেন তিনি।
নীতীশ এদিন রিভার্স স্যুইপ করে রবীন্দ্র জাদেজার বলে চারও মারেন। হেইনরিখ ক্লাসেন ১১ বলে ১০ রানে অপরাজিত থাকেন। মঈন আলি ২টি এবং দীপক চাহার ও মাহিশ থিকশানা ১টি করে উইকেট নেন।

এদিন টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন সানরাইজার্স অধিনায়ক প্যাট কামিন্স। ২০ ওভারে চেন্নাই সুপার কিংস পাঁচ উইকেট হারিয়ে ১৬৫ রান তোলে। ২টি চার ও চারটি ছয়ের সাহায্যে ২৪ বলে সর্বাধিক ৪৫ রান করেন শিবম দুবে। রাচিন রবীন্দ্র ১২, অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় ২৬, অজিঙ্ক রাহানে ৩৫, ড্যারিল মিচেল ১৩ রান করেন।

রবীন্দ্র জাদেজা ২৩ বলে ৩১ ও মহেন্দ্র সিং ধোনি ২ বলে ১ রানে অপরাজিত থাকেন। একটি করে উইকেট পেয়েছেন ভুবনেশ্বর কুমার, টি নটরাজন, প্যাট কামিন্স, শাহবাজ আহমেদ ও জয়দেব উনাদকাট। চোট সারিয়ে এদিন কামব্যাক করলেন নটরাজন।

এই জয়ের ফলে ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পাঁচে উঠে এল সানরাইজার্স। সমসংখ্যক ম্যাচে চেন্নাই সুপার কিংসেরও পয়েন্ট ৪, তবে নেট রান রেটে এগিয়ে থেকে তিন নম্বর জায়গাতেই রইল সিএসকে। ৩ ম্যাচে চার পয়েন্ট নিয়ে চারে লখনউ। পাঞ্জাব কিংস ও গুজরাত টাইটান্সেরও ৪ ম্যাচে রয়েছে ৪ পয়েন্ট করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *