বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বিজেপি প্রার্থী তাপস রায় বনাম তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের লড়াই কি জমে উঠেছে? সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ফের আক্রমণ করলেন তাপস। শুধু তাই নয়, সুদীপের যে কোনও মন্তব্যের জন্য প্রস্তুত তাপস রায়।

কলকাতা উত্তর কেন্দ্রের দুই প্রার্থীই প্রচার শুরু করে দিয়েছেন। হুড খোলা গাড়িতে সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রচারে বেরিয়েছিলেন গতকাল।মঙ্গলবার থেকেই তিনি প্রচার শুরু করলেন। তাপস রায়ও প্রচার করছেন। জনসংযোগে অনেক বেশি তিনি জোর দিচ্ছেন।

বুধবার সকালে তাপস রায় পৌঁছে যান বেলেঘাটার সুভাষ সরোবরে৷ রোজই তিনি এখানে মর্নিং ওয়াক করতে যান। এদিনও তিনি সকালেই সেখানে পৌঁছে গেলেন। উত্তর কলকাতার বহু মানুষ সেখানে রোজই যান মর্নিং ওয়াক করতে। সেখানে তাপস রায়ও জনসংযোগ করছেন।

আজও সকালে তিনি সেখানে গিয়েছিলেন। সেখানেই সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে খোঁচা দিলেন। গতকাল সুদীপ বন্দ্যোপাধ্যায় তাপস রায় সম্পর্কে কোনও কথা বলতে চাননি। নো কমেন্টস বলে এড়িয়ে গিয়েছেন। সেই বিষয়ে তাপসকে এদিন প্রশ্ন করেন সাংবাদিকরা৷
সুদীপ বন্দ্যোপাধ্যায় অহংকারী। কারণ ছাড়াই তিনি অহংকার দেখান। এমনই খোঁচা দিলেন তাপস৷ শুধু তাই নয়, বিজেপি প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের যে কোনও মন্তব্য শোনার জন্য প্রস্তুত।সেই কথাও কোনও রাখঢাক না করে জানিয়ে দিলেন তিনি৷

এরপর সুদীপ বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করলেন তাপস রায়। যে কোনও জায়গায় দুজনকে ডাকা হোক। মুখোমুখি বসানো হোক। সুদীপ বন্দ্যোপাধ্যায় তাঁকে ৫০ টা প্রশ্ন করবেন। আর তাপস রায় সুদীপকে ১০ টা প্রশ্ন করবেন। ৫০: ১০। কিন্তু কী প্রশ্ন করবেন, তার কোনও ইঙ্গিত বিজেপি প্রার্থী দেননি।

প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকেই প্রচারে উত্তর কলকাতা লোকসভার বিজেপি প্রার্থী। বেলেঘাটা সুভাষ সরোবরে মর্নিং ওয়াক করতে আসা পরিচিত কিংবা অপরিচিত প্রচুর মানুষের সঙ্গে নমস্কার, প্রতি নমস্কার এবং আড্ডা। সরোবর এলাকার ভিতরে থাকা শিব মন্দিরে বিশেষ পুজো। আরও একটি মন্দিরে খোল করতালে সঙ্গে মাতলেন বিজেপি প্রার্থী। তারপর চায়ের আড্ডা। জনসংযোগে বেশি জোর দিচ্ছেন তাপস রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *